ছড়াইন

শাহানা আফরিন স্বর্ণা ২৯ মার্চ ২০১৫, রবিবার, ০৭:৫৯:১৩অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

আইন শব্দটা বড়ই বেঢপ!
শুনতেই ক্যামন বেআইনী লাগে।
আমি ভাই মধ্যবিত্ত।
চায়ের কাপে চুমুকের সাথে,
দু’একটা বড় কথা না হয় বলেই ফেলি রাজনীতি কে দূষে।
তাই বলে ভাই আইন নিয়ে !!
ধুর ছাই !
সেসব আমি বুঝিনা ,তা নয়।
ঠিক আমার প্রসঙ্গ সে নয়।

সত্য ছাড়া মিথ্যা ভাবতেই পারিনা।
ন্যায় ছাড়া অন্যার করতেই পারিনা।
সারাটা জীবন সঠিক কে চিনতেই গেল।
মিথ্যা কে সদা দূরে ঠেলো।
শিখতে শিখতে এখন জোড় গলা।
আমি সত্যবাদী আমিই যাবো,
আগে গিয়ে পথ দেখাবো।
জাতি কে চড়াবো স্বর্ণশিখরে।
বই এর পাতায় এটাই যে উপরে!
উপরে আমি নিয়েই যাবো
দেশকে ভালোবেসেই দেখাবো।

হলাম আমি মানুষ এবার
এখন যে ভাই ডিগ্রী লাগে।
ডিগ্রী আবার শত শত
কোনটা নিলে দেশের লাভ
বুঝে শুনেই দিলাম ঝাপ।।।

পড়বো এবার আইন বাবা
চোখ তুলে তাকাবি খাবি থাবা
এতদিন যে সত্য শিখেছি
তাকে নিয়েই ব্যাবসা শুরু।
খিটমিট করা মূর্খের দল
এবার তোর চোখটি খোল।
এই ব্যাবসায় দেশের লাভ
মিটবে এবার দশের ক্ষোভ।

লক্ষ্য নিয়ে এগিয়ে চলি,
যত আগাই ততো ভুলি।
ভুলতে ভুলতে এবার আমি
সত্য আর ন্যায়ের বস্তা করি
পদ্মার জলে ভাসায় ফেলি।

ইয়র অর্নার আমি ই সত্য
প্রমাণ করেই ঘরে ফিরি।

৫৬৫জন ৫৬৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ