আইন শব্দটা বড়ই বেঢপ!
শুনতেই ক্যামন বেআইনী লাগে।
আমি ভাই মধ্যবিত্ত।
চায়ের কাপে চুমুকের সাথে,
দু’একটা বড় কথা না হয় বলেই ফেলি রাজনীতি কে দূষে।
তাই বলে ভাই আইন নিয়ে !!
ধুর ছাই !
সেসব আমি বুঝিনা ,তা নয়।
ঠিক আমার প্রসঙ্গ সে নয়।
সত্য ছাড়া মিথ্যা ভাবতেই পারিনা।
ন্যায় ছাড়া অন্যার করতেই পারিনা।
সারাটা জীবন সঠিক কে চিনতেই গেল।
মিথ্যা কে সদা দূরে ঠেলো।
শিখতে শিখতে এখন জোড় গলা।
আমি সত্যবাদী আমিই যাবো,
আগে গিয়ে পথ দেখাবো।
জাতি কে চড়াবো স্বর্ণশিখরে।
বই এর পাতায় এটাই যে উপরে!
উপরে আমি নিয়েই যাবো
দেশকে ভালোবেসেই দেখাবো।
হলাম আমি মানুষ এবার
এখন যে ভাই ডিগ্রী লাগে।
ডিগ্রী আবার শত শত
কোনটা নিলে দেশের লাভ
বুঝে শুনেই দিলাম ঝাপ।।।
পড়বো এবার আইন বাবা
চোখ তুলে তাকাবি খাবি থাবা
এতদিন যে সত্য শিখেছি
তাকে নিয়েই ব্যাবসা শুরু।
খিটমিট করা মূর্খের দল
এবার তোর চোখটি খোল।
এই ব্যাবসায় দেশের লাভ
মিটবে এবার দশের ক্ষোভ।
লক্ষ্য নিয়ে এগিয়ে চলি,
যত আগাই ততো ভুলি।
ভুলতে ভুলতে এবার আমি
সত্য আর ন্যায়ের বস্তা করি
পদ্মার জলে ভাসায় ফেলি।
ইয়র অর্নার আমি ই সত্য
প্রমাণ করেই ঘরে ফিরি।
১৯টি মন্তব্য
শিপু
ভাল লেগেছে
শাহানা আফরিন স্বর্ণা
ধন্যবাদ ! আপনার নাম টা সুন্দর :p
শুন্য শুন্যালয়
আইন শব্দটাই বেআইনী দারুণ বলেছেন তো!! আইন পড়তে গিয়ে এমন ছড়াইন লিখতে দেখিনি কাউকে। ভালো লেগেছে 🙂
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ শুণ্যালয় 🙂 আপনাদের মন্তব্য মিস করছিলাম!
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
খুব ভাল হয়েছে
+++++
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ আপনাকে 🙂
লীলাবতী
আইন নিয়ে কারবার।মিথ্যে হয় সত্য,আর সত্য হয় মিথ্যে।
শাহানা আফরিন স্বর্ণা
হ্যা দি এমটাই হয়ে এসেছে!
ভেবেছিলাম নিজে ঠিক থাক্লেই সব ঠিক। কিন্তু এখানে…
সীমান্ত সৈকত
সুন্দর উপস্থাপনা………… আপনার লিখার style টা অনেক সুন্দর……… ভাল্লাগছে……… টা ছাড়াও লিখাটা অনেক ভালো ভাবেই ফুটিয়ে তুলতে পারছেন……………… এমন আরও ভালো কিছু লিখা পাওয়ার প্রতিক্ষায় রইলাম…………
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ আপনাকে 🙂 এত সুন্দর করে বিশ্লেষণের জন্য 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম খুবই সুন্দর।
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ আপনাকে 🙂 আপনার মত জ্ঞানীদের মন্তব্য পেতে ভাল লাগে 🙂
খেয়ালী মেয়ে
চমৎকার লিখেছেন…
আইনের লোকেরাই বেআইনী কাজ বেশী করে..এক বন্ধুর কাছে শুনেছি আদালতেই সবচেয়ে বেশী মিথ্যার চর্চা হয়, অথচো তারাই আইন আইন করে….
যথার্থই বলেছেন আইন শব্দটা বড়ই বেঢপ, শুনতেই ক্যামন বেআইনী লাগে (Y)
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ খেয়ালী মেয়ে।
আশা করি এই বেআইনি চর্চা দূর হবে।
সঞ্জয় কুমার
আইন হল সুক্ষ জাল । দূর্বলরা এতে আটকা পড়ে ঠিকই । সবলরা জাল ছিদ্র করে বেড়িয়ে যায় ।
শাহানা আফরিন স্বর্ণা
এমন ই হয়ে এসেছে 🙂
নুসরাত মৌরিন
আইন নিয়ে এমন মারপ্যাঁচে ছড়াইন-দারুন লাগলো।
ঠিকই তো আজকাল আইনের মাঝেই বেয়াইনী কাজ-কারবার বেশি ঢুকে গেছে।সত্যি মিথ্যা আর মিথ্যা সত্যি হয়ে যাচ্ছে।সব মিলিয়ে গুবলেট অবস্থা!! :p
শাহানা আফরিন স্বর্ণা
সত্যি খুব বেআইনী কাজ আইনের দ্বারা হয়ে গেছে। এবার উল্টোপথে সোজা হাটার পালা
রাইসুল জজ্
লইয়ার 🙂 🙂