ও চোর কাকু,তুমি চুরি কর?
দিনের বেলায় মাছি মার?
ঘুমে ঘুমে কাটে বেলা,
দিন ফুরোলেই তোমার খেলা।
.
গায়ে বুঝি তেল মাখ?
কেমনে বাপু রাত জাগো?
মুখে আবার রং মাখ,
গদিতে বসে সং সাজ।
.
চুরি করে হাঁটে বেচ
পয়সাকড়ি জমিয়েছ?
তোমার ঘরতো ফাঁকা দেখি
চুরি করে পাও তবে কি?
তোমার মায়ের বড় গলা
এতো দেখি মহাজ্বালা।
চোরে চোরে মাসতুতো ভাই,
গেরস্থের গোলা কর সাফাই?
.
রাত্রি এলে তোমার খেলা
ধরা পরলে বোঝ ঠেলা!
ও চোর কাকু,তুমি মিথ্যে বল?
চোখ রাঙিয়ে শাসিয়ে চল?
.
ভয়ে কেউ খোলেনা মুখ,
আড়ালে সবাই ছেটায় থুক।
কাকু, তুমি ভাল হবে?
মা বলেছে লজেন্স দেবে।
.
লেখা: নীরা সাদীয়া
১.১১.১৬
১৯টি মন্তব্য
আবু খায়ের আনিছ
😀 😀
ছন্দ মিলিয়ে শিশুতোষ একটা সুন্দর কবিতা উপহার দিলেন, বেশ ভালো লাগল।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে।শুভরাত্রি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার ছন্দ চোর তাহলে কাকু লাগে । 🙂
নীরা সাদীয়া
ছোট বাচ্চারা প্রত্যেককেই কিছু না কিছু ডাকে। ধন্যবাদ। শুভরাত।
মিষ্টি জিন
বেশ মজার কবিতা।
ভাল লেগেছে।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।
মোঃ মজিবর রহমান
কবিতায় আপনার ভাল ছন্দের মিল আছে আর ভাল কউন কামনা করি।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।
জিসান শা ইকরাম
এই চোর কাকুটা কে?
কাকুর অবস্থা তো ছেড়াবেড়া করে দিলেন 🙂
লেখাটির ফেইসবুক লাইক ৪৫ টি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কাকু শেষ,
ছন্দময় এই ছড়া দেখলে আপনার চোর কাকু ভাল না হয়ে পারবে না।
নীরা সাদীয়া
এ হলো একজন কল্পিত কাকু, চুরি করে। তবে এটা পড়ে একজন কাকুও যদি শুধরে যায়, তবেই আমার কৃতিত্ব। শুভকামনা রইল।
ইঞ্জা
বেশ রম্য কবিতা আর শিশুতোষও, বেশ লাগলো। -{@
নীরা সাদীয়া
ধন্যবাদ আপনাকে। শুভ অপরাহ্ন ইঞ্জা ভাই।
ইঞ্জা
শুভরাত্রি আপু। -{@
নীলাঞ্জনা নীলা
😀 :D)
চোরকাকু, নাম শুনেই হাসলাম।
অনেক মজা পেয়েছি।
নীরা সাদীয়া
ধন্যবাদদ। ;? মজা পেয়েছেন জেনে খুশি হলাম। \|/
চাটিগাঁ থেকে বাহার
ভাল লেগেছে।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
শুন্য শুন্যালয়
সবাই মজা পেলেও আমার যেন কেমন একটু মন খারাপ করেছে লেখাটা পড়ে। ছোট একটি শিশুর চোখে একজন চোর, ছন্দে হলেও কিছু লাইন সত্যিই কষ্টদায়ক।
তোমার ঘরতো ফাঁকা দেখি
চুরি করে পাও তবে কি? আড়ালে সবাই থুথু ছেটায় চোরকে, বড় বড় চোর আড়ালেই থাকে, তাদের চুরি ধরা পড়েনা।
চোরকে ভালো করবার চেষ্টা কেউই করেনা খুকী, তুমি যদি পারো লজেন্সের লোভ দেখিয়ে ফেরাতে। খুউব ভালো লাগলো নীরা।
নীরা সাদীয়া
কোনভাবে কষ্ট দিয়ে থাকলে সরি। কি আর করা, আজকালকার চোরদের ভাল করার দায়িত্ব নিয়েছে এক ছোট্ট খুকী। ধন্যবাদ। শুভরাত।