চোর কাকু

নীরা সাদীয়া ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার, ১২:১২:৪০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ও চোর কাকু,তুমি চুরি কর?
দিনের বেলায় মাছি মার?
ঘুমে ঘুমে কাটে বেলা,
দিন ফুরোলেই তোমার খেলা।
.
গায়ে বুঝি তেল মাখ?
কেমনে বাপু রাত জাগো?
মুখে আবার রং মাখ,
গদিতে বসে সং সাজ।
.
চুরি করে হাঁটে বেচ
পয়সাকড়ি জমিয়েছ?
তোমার ঘরতো ফাঁকা দেখি
চুরি করে পাও তবে কি?

তোমার মায়ের বড় গলা
এতো দেখি মহাজ্বালা।
চোরে চোরে মাসতুতো ভাই,
গেরস্থের গোলা কর সাফাই?
.
রাত্রি এলে তোমার খেলা
ধরা পরলে বোঝ ঠেলা!
ও চোর কাকু,তুমি মিথ্যে বল?
চোখ রাঙিয়ে শাসিয়ে চল?
.
ভয়ে কেউ খোলেনা মুখ,
আড়ালে সবাই ছেটায় থুক।
কাকু, তুমি ভাল হবে?
মা বলেছে লজেন্স দেবে।
.
লেখা: নীরা সাদীয়া
১.১১.১৬

১৮৪৩জন ১৮৪৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ