চিত্রানী

মাসুদ আলম ৮ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৩:১২:৩৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
প্রাচীনতম ধরিত্রীর বক্ষে,
নব চিত্রানীর উম্মাদ আস্ফালন
কম্পমান মৃত্তিকায় বেতাল, লয়হীন তরঙ্গ
কালো তরঙ্গ দৈঘ্র এর ব্যাপ্তি শতবর্ষ কাল।
পূর্ণ চন্দ্রগ্রহনে সূচিত, ধাবিত
অন্ধকারে জয়োল্লাস চন্দ্রগ্রহণের
অতৃপ্ত আত্মা হননকারী চিত্রানীর হাসি,
দুই-ই প্রতিসম ।
শব্দবিহীন কলুষিত নিশির ত্রিপ্রহরে
অপেক্ষমান বিদীর্ণ আত্মা ,
যদি ক্ষরতপ্ত দাহে বর্ষণ হয় আরও একটিবার
সীমান্ত প্রেক্ষাপট বিস্তৃত মসলিন কণ্টক
চিত্রনীর তদারকিতে ত্রিশূল,
তাঁর অন্তঃস্থ গরলে যত্নে লালিত
বহু বর্ষ কালের বিধ্বস্ত রাজপথ
রোদ্র দাহের বিগলিত শ্বাসত্যাগ,
বহু ক্রন্দনরত ডাহুকীর মায়াজাল।
সেথা প্রানহীন অপেক্ষমান আত্মা
প্রস্তর যুগের মাতৃকোল থেকে ধাবমান
উষ্ণ আহবান ওই রাঙ্গা ঠোটের ,
ফিরছি ডাকিনী চিত্রানীর কাছে
আরও এক নব প্রতারণার ইঙ্গিত।
জমজমাট বর্ণিল অগ্নিস্ফুলিঙ্গ
এই লহু যার ইন্ধন
তবে জ্বলুক চিত্রানী………
কবি, ব্লগার :
মাসুদ আলম
৭১৪জন ৭১৪জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ