
মাটিতে রংধনু চোখের সামনে ভাসছে,
সবুজ গাঁয়ের মেঘলা পথে-
এক রূপসী হাঁটছে।
এদিক ওদিক তাকাচ্ছে সে নীল শাড়ী পড়ে,
অন্ধকার সব নিয়ে যাচ্ছে-
চোখের কাজল করে।
সাতরঙা আঁচল খানি মিশে মাটির সাথে,
ভালবাসার উঞ্চ পরশ-
দিয়ে যাচ্ছে তাতে।
চারদিকের প্রকৃতিরা দেখছে অবাক দৃষ্টিতে,
মেঘলা পথটা বদলে গেছে-
অপরূপার সৃষ্টিতে।
ভ্রমর কালো চোখ দুটি পাখির বাসার মত,
এক নিমিশেই সরে যাচ্ছে-
গাঁয়ের আঁধার যত।
ভালবাসবে যেই দেখিবে ঐ রূপসীর মুখ,
কাকে দেবে ভালবেসে-?
ঐ রূপসী সুখ।
চাঁদ মুখে লেগেই আছে সব সময় হাসি,
স্বর্গ খুঁজে পাব আমি-
সে বললে ভালোবাসি।
সারা অঙ্গে যেন তাহার বইছে রূপের বন্যা,
মনের অজান্তেই নাম দিয়েছি-
চাঁদ রূপসী কন্যা।
৫টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
নাম দারুন হয়েছে। চাঁদ রুপসী কন্যার বর্ননা সুন্দর হয়েছে।
শুভ কামনা রইলো ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
চাঁদ রূপসী কন্যার রূপের বর্ণনায় মুগ্ধ হলাম। এমন হলে তো যে কেউ প্রেমে পড়বেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা
শামীনুল হক হীরা
মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।। তবে আমার প্রেমে কেউ পড়েনা সম্মানিত।। তাই আফসোস হয় আর কি।।।ধন্যবাদ সতত।
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ভাবনায় বুনানো কবি দা অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
নাম কবিতা ভাবার্থ সব ভালো লাগলো