চলার পথে-২ (ডাপা)

চাটিগাঁ থেকে বাহার ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:০৯:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

(ডায়রীর পাতা থেকে)

১লা জানুয়ারী ১৯৯১ ইংরেজী, মঙ্গলবার।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় সেজ মামার কাছে বেড়াতে এসেছি। মামা এই থানার ওসি। আমি এসেছি তিন দিন আগে।

সকালে বাসায় গরম ভাত খেয়ে গোসল করলাম। তারপর মামির আয়রণ মেশিন নিয়ে আমার দুটি সার্ট স্ত্রী করলাম।
অতঃপর বের হয়ে সরকারি মুজিব কলেজ গিয়ে ক্যাম্পাসে কিছুক্ষণ হেটে থানা কোয়ার্টারের বাসায় এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম।

দুপুরে ভাত খেয়ে থানা মসজিদে জুহুরের নামায পড়ে উপজেলা স্টাফ কোয়ার্টারে কিছুক্ষণ হাঁটলাম। তারপর পশ্চিম মুখি একটি চলন্ত কোস্টারে উঠে পড়লাম। নয় কিলোমিটার পরে কবির হাটে গিয়ে নামলাম। কবির হাট মাইজদী থানার অন্তর্ভূক্ত। ওখানের স্কুল, কলেজ এবং বাজারে কিছুক্ষণ হেটে আবার ফিরতি কোস্টারে উঠে তিনটায় বসুরহাট নেমেছি।

নামায পড়ে ফরহাদ কনফেকশনারিতে এক সিনিয়র বন্ধুর সাথে দেখা করেছি। বন্ধুটি লেখাপড়ার কারণে চট্টগ্রামের খাজা রোড সাবান ঘাটা এলাকায় থাকেন। এখন দেশের বাড়িতে আছেন। আমিও তখন সাবান ঘাটার একটি বাড়িতে লজিং থাকতাম।

আমি বাইরে নাস্তা করে সন্ধ্যায় বাসায় ফিরি। এশার নামাজ পড়ে আবার ফরহাদ কনফেকশনারীতে গিয়ে ঐ বন্ধুটির সাথে আড্ডা দিয়েছি।

রাতে বাসায় টিভিতে নাটক দেখেছি। আজ চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ হয়েছে। গতকাল ঢাকার কারাগারে বিদ্রোহ হয়েছিলো।

(ডাপা=ডায়রীর পাতা)

১২০৩জন ১০৮৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ