ঘর ডিঙ্গে উড়ে যায়

আলমগীর সরকার লিটন ১০ আগস্ট ২০২২, বুধবার, ১১:৪৮:৫১পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
পাখি দেখও- পাখি ধরও
লালসায় স্বপ্ন দেখা ভাব করও’;
মন পাখির লীলা খেলা
বুঝও না- কোন দিন যে উড়ে
যাবে-সে কথা ভাবও না;
সময়ের গণ্ডি হিসাবের খাতায়
পুণ্য সাজ নাই- নাই-
জ্ঞান বুদ্ধি শূন্য মেঘে সূর্য ডুবে
সন্ধ্যা তারায়- কি আর চাই;

ফোন নাই- ঠিকানাও না

কোন কিছুই আর পেলাম না
তবু পাখি ঘর ডিঙ্গে উড়ে যায়-
২৬ শ্রাবণ ১৪২৯,১০ আগস্ট ’২২
১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ