পাখি দেখও- পাখি ধরও
লালসায় স্বপ্ন দেখা ভাব করও’;
মন পাখির লীলা খেলা
বুঝও না- কোন দিন যে উড়ে
যাবে-সে কথা ভাবও না;
সময়ের গণ্ডি হিসাবের খাতায়
পুণ্য সাজ নাই- নাই-
জ্ঞান বুদ্ধি শূন্য মেঘে সূর্য ডুবে
সন্ধ্যা তারায়- কি আর চাই;
ফোন নাই- ঠিকানাও না
কোন কিছুই আর পেলাম না
তবু পাখি ঘর ডিঙ্গে উড়ে যায়-
২৬ শ্রাবণ ১৪২৯,১০ আগস্ট ’২২
১জন
১জন
৮টি মন্তব্য
নিতাই বাবু
সত্যিই ভাবি না!
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই কবি নিতাই দা
ভাল ও সুস্থ থাকবেন———–
ইসিয়াক
একদিন মন পাখি উড়ে যাবে পড়ে রবে খাঁচা।
হিসাবের খাতায় দেনার বোঝা ভাবা হলো আর কই? রঙ্গ রসে কেটে গেল মূল্যবান জীবন।হুশ হলো না কোন….
ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
অসাধারণ মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই কবি ইসিয়াক দা
ভাল ও সুস্থ থাকবেন———–
হালিমা আক্তার
খাঁচার দুয়ার খুলে দিলে পাখি তো উড়ে যাবেই। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য কবি আপু
ভাল থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
বেলা শেষে ঠিক পাখি উড়ে যাবে কবি দা!
সুন্দর জীবনবোধের কবিতা!
আলমগীর সরকার লিটন
অসাধারণ মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকবেন———–