আগামীকাল থেকে টানা দশদিনের ছুটিতে কারাবাসে আবদ্ধ হবো। সাপ্তাহিক ছুটি দুইদিনের জায়গায় বাড়তি একদিনই যেখানে যন্ত্রণাদায়ক ঠেকে সেখানে টানা দশদিন কাটানো খুবই কষ্টকর। তবুও সংক্রমণ থেকে বাঁচতে আর বাঁচাতে এখন বাধ্যতামূলক গৃহবাস আবশ্যক।
এ পরিস্থিতিতে প্রত্যোকেই বিরাট এ অবসর সময়টিকে উপভোগ্য করে তুলতে পছন্দমতো একটি ছক সাজিয়ে ফেলুন, নইলে অকারণ ভয় বা অস্বস্তি তাড়া করবে। অকারণ ভাবনায় মানসিক পীড়নে না ভুগে সচেতন থাকুন আর সময়টিকে উপভোগ করুন। আমি কিছু বই পড়তে পারবো এ সুযোগে। আর কি? আর কিছু সেলাই পড়ে আছে, ভালো লাগলে সেগুলো করবো। ইনশাআল্লাহ সুন্দর সময় আবার ফিরে আসবে।
সচেতন থেকে ভয়কে জয় করেই আবার আমরা একসাথে হবো।
আবার বলছি, মানসিক পীড়নকে ঝেড়ে ফেলতে হবে। মানসিক পীড়ন সৃষ্টি হলে করোনার আক্রমন প্রতিহত করা সহজ হবেনা।
ডরাইছুইন, তো মরছুইন কইলাম।
কাজেই সময়টাকে উপভোগ্য করে তুলুন।
ভালো থাকুন সকলে।
আবার আমরা হাসবো। আবার আমরা মিলবো।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
শুভ কামনা আপনার জন্য।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ডরালে চলবে না। বনের বাঘে নয় মনের বাঘে খায়। সাবধান থাকুন সবাইকে নিয়ে। শুভ কামনা রইলো
মারজানা ফেরদৌস রুবা
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। ভয় নয়, জয় করতে হবে।
সুপায়ন বড়ুয়া
“ডরাইছুইন, তো মরছুইন কইলাম।
কাজেই সময়টাকে উপভোগ্য করে তুলুন।
ভালো থাকুন সকলে।
আবার আমরা হাসবো। আবার আমরা মিলবো।“
আপুতো আনগো দেশী ।
ভালই বলেছেন মনোবল হারানো যাবেনা।
শুভ কামনা।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা।
ওবা ভাইজান, আমি কিন্তু সিলটী।
সাবিনা ইয়াসমিন
ভয়কে জয় করার কোনো বিকল্প নেই। মানসিক স্বাস্থ যদি উন্নত থাকে তাহলে দৈহিক রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। ঘরে থাকি, করোনা প্রতিরোধের নিয়ম নীতি মেনে চলি। আলোকিত দিন আসবেই।
সুন্দর বলেছেন। ধন্যবাদ রুবা আপু।
শুভ কামনা 🌹🌹
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা আপু।
জিসান শা ইকরাম
আপনিও ভালো থাকুন।
শুভ কামনা।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা।
ইসিয়াক
ভালো থাকুন
শুভকামনা রইলো।
মারজানা ফেরদৌস রুবা
শুভকামনা। ভালো থাকি।
এস.জেড বাবু
/////সচেতন থেকে ভয়কে জয় করেই আবার আমরা একসাথে হবো।
ইনশাআল্লাহ
সবাই সবার জন্য দোয়া করবেন-
আল্লাহ রক্ষা কর্তা- তিনিই রক্ষা করবেন।
মারজানা ফেরদৌস রুবা
সচেতন থাকি। আল্লাহ সহায়।
সৈকত দে
ভালো থাকুন সবসময়।
মারজানা ফেরদৌস রুবা
সচেতন থাকি। ভালো থাকি।
হালিম নজরুল
বই পড়াই এ সময়ের সবচেয়ে উত্তম উপায়।
মারজানা ফেরদৌস রুবা
ঠিক। বইই উত্তম বন্ধু।