আমার বাসার নিচের তলায় একজন জামাতী আছেন , জামাতী পরিবার । এই পরিবারের সাথে পথেঘাটে দেখা হলেই হাসিনা এই , হাসিনা সেই , যত সব বালছাল কথা হজম করতে হয় ।
আজ বের হয়েছি সন্ধ্যাবেলায় , অ্যান্টির সাথে দেখা –
অ্যান্টি – রায় নাকি ফেসবুকে ৫দিন আগেই প্রকাশ হয়েছে ?
আমি – জানিনা অ্যান্টি ,
– সে কি ? তুমি না সারাদিন ফেসবুকে থাক ?
আমার উপর ওহী নাজিল হলে বলতে পারতাম , আমার কাছে কোন ফেরেশতা আসেনি , অ্যান্টি ।
তুমি দেখি নাস্তিকের মত কথা বল –
আমার খেয়ে দেয়ে অনেক কাজ আছে অ্যান্টি , এসব গুজবের পেছনে সময় দেয়ার সময় আমার নেই ।
তারমানে তুমি আমার কথা বিশ্বাস করছ না ?
-না অ্যান্টি , করছিনা ।
কেন ?
যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় অনেক নারী খুনের সাথে জড়িত , বাঙালি মুসলিমের সাথে জড়িত
আপনি একজন নারী হয়ে তার পক্ষে কথা বলছেন তাই বিশ্বাস করছিনা ।
আমি মুক্তিযুদ্ধ দেখেছি , তুমি দেখেছ ?
না অ্যান্টি , দেখিনি
না দেখে বিশ্বাস করছ হাসিনার কথা ?
জন্মের পর কেউ একজন বাবাকে দেখিয়ে বলেছে এটা বাবা
তখন তাকে বাবা ডেকেছি , সেই বাবা সাকা , গো-আজমকে দেখিয়ে
বলেছে ” এরা রাজাকার ” ।
আমার পিতা যদি নাস্তিক হয় এই কারনে
তাহলে নাস্তিক হতে আমারো সমস্যা নাই ।
পিতা যাবে বঙ্গে
পুত্র যাবে সঙ্গে ।
১৪টি মন্তব্য
নীলকন্ঠ জয়
উপযুক্ত জবাব। স্যালুট। (y)
প্রিন্স মাহমুদ
🙂
জিসান শা ইকরাম
দারুণ জবাব 🙂
পাল্টা প্রশ্ন করা যেত , আপনি যে আপনার মা বাবার সন্তান এ বিষয় আপনি শুনেছেন , আপনি কি আপনার জন্ম দেখে নিশ্চিত হয়েছেন যে এই আপনার মা ?
প্রিন্স মাহমুদ
বেয়াদপ ডাক শুনার ভয়ে করা হয়নি কিছু প্রশ্ন ।
ঋতুরাজ
জন্মের পর কেউ একজন বাবাকে দেখিয়ে বলেছে এটা বাবা
তখন তাকে বাবা ডেকেছি , সেই বাবা সাকা , গো-আজমকে দেখিয়ে
বলেছে ” এরা রাজাকার ” । দারুন বলেছেন-ভাল লাগল!
প্রিন্স মাহমুদ
আপনার ভাল লাগাতেই আমার ভাল লাগা
খসড়া
দারুন বলেছেন। আমি পারিনি ভদ্রতার মুখোশ পরে ছিলাম।শুধু বলেছি অপরাধ করলে শাস্তি পেতে হবে।
প্রিন্স মাহমুদ
একদিন আমরা সবাই পারব , মুখের সামনে আবার বলব ” তুই রাজাকার “
শুন্য শুন্যালয়
দারুণ জবাব… উত্তর শুনে সেই রমনীর চেহারাটা একটু দেখতে ইচ্ছে করছে …ভুল বললাম,এই সব চেহারা এড়িয়েই চলতাম…স্যালুট বস
প্রিন্স মাহমুদ
🙂 তিনি রমনি না , এক ধরনের জঙ্গিবাদি মহিলা ।
ফরহাদ ফিদা হুসেইন
দাঁত ভাংগা জবাব 😀
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহ , বলেন কি !
প্রজন্ম ৭১
উচিৎ জবাব (y)
প্রিন্স মাহমুদ
শুকরিয়া