(অমিমাংসিত)
প্রতিটি পদক্ষেপ যখন ঘাস হয়ে ওঠে,
তখন অস্তিত্বের জানান দেয় স্নিগ্ধ সকাল,
ক্ষণ জন্মা নিথর শিশির বিন্দু-
একটু ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যায়-.
অথচ তাহার শিল্প জন্ম পৃথিবীকে অসীম স্নিগ্ধতা বিলায়-
আফসোস তুমি ফুটে ওঠো ক্ষণজন্মে
জীবনের স্কেচে আঁকা অমিমাংসিত পদক্ষেপ-
প্রশ্নরা করে চলেছে অধীর অপেক্ষা,উত্তর আসেনাকো আর।
//
(রঙতুলি)
স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন বিকিরণের মতো পুঁড়ছে–
পুঁড়ছে ফেনিল সাগর মাতাল নদীর ঢেউ-
পাহাড়েের শিরো খাঁজে সঁপেনীল আগুন আকাশ
ঝড় উঠেছে জীবনভূমে-
শিল্পির স্কেচে আঁকা জলন্ত আগ্নেয়গিরি-
এক পৃথিবীর দৈণ্য দশায় থরথর কাঁপছে ক্ষুধায় ব্যথায়-
তোমরা যে রঙতুলিকে ভালোবেসে যাও যুগে যুগে কালে কালে।
//
(পটচিত্র)
এক পৃথিবী আফসোসে রক্তপোঁড়া গ্লাণিগুলো ভেসে ওঠে মহাকালের নব্য পর্বে-
এক নদী ধর্ষিতা জল
এক সমুদ্র আর্তের ক্রন্দনে মিলেমিশে রক্ত আকাশের সংকেত হয়ে ওঠে
সেই ঢেউয়ে ঝর্নার ধারা বয়ে নিয়ে আসে যুদ্ধের প্রয়োজন-
চারিদিকে রক্ত আর জল-
এই আমাদের মানবিক পৃথিবীর পটচিত্র।
(মাসুদ চয়ন)
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
গুচ্ছ কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
মাসুদ চয়ন
ধন্যবাদ দাদা
রাফি আরাফাত
অনবদ্য লেখা! ভালো লেগেছে ভাই
মাসুদ চয়ন
ধন্যবাদ ভাই
শিরিন হক
কবিতা আপনি ভালোই লেখেন ভাই।
মাসুদ চয়ন
ধন্যবাদআপু
সাবিনা ইয়াসমিন
” (রঙতুলি)
স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন বিকিরণের মতো পুঁড়ছে–
পুঁড়ছে ফেনিল সাগর মাতাল নদীর ঢেউ-
পাহাড়েের শিরো খাঁজে সঁপেনীল আগুন আকাশ
ঝড় উঠেছে জীবনভূমে-
শিল্পির স্কেচে আঁকা জলন্ত আগ্নেয়গিরি-
এক পৃথিবীর দৈণ্য দশায় থরথর কাঁপছে ক্ষুধায় ব্যথায়-
তোমরা যে রঙতুলিকে ভালোবেসে যাও যুগে যুগে কালে কালে।”
শব্দ দিয়ে রঙের প্রকাশ, ভালো লেগেছে সবগুলোই। এটা বেশি ভালো হয়েছে।
শুভ কামনা 🌹🌹
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু
তৌহিদ
তিনটি গুচ্ছকবিতাই দারুন হয়েছে নাজমুল। আপনার লেখায় স্বতন্ত্রতা আমার ভালো লাগে। লিখুন নিজের মত করে।
তৌহিদ
সরি চয়ন ভাই, নাজমুল নামটি ভুলবশত লেখা হয়ে গিয়েছে। ক্ষমাপ্রার্থী।
ইঞ্জা
গুচ্ছ গুচ্ছ কাব্য – অপূর্ব লিখেছেন ভাই।