সখি সখি করি আমি
সখি খোঁজে অন্যজন
কেমনে সাজাই বল
সখি বিনে বৃন্দাবন।।
কলিজা করিয়া ছিদ্র
পিরিতি করিলাম বিদ্ধ
জ্বলিয়া গো প্রেম আগুনে
অন্তর হইল সিদ্ধ।।
সাখির বিরহ শোকে
আঙ্গারা হইল মন
জপি গো প্রেমের মন্ত্র
সখির মন তবু বন্ধ
দহন গো প্রেমে সারা দেহে
মনে চরে পোড়া গন্ধ।।
সুজন হয় দুর্জন
বলে গো রকিব লিখন
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ ! খুব সুন্দর -{@
কিন্তু ১৬৩ কি ?
রকিব লিখন
জিসান ভাই, আমি অনেক গান লিখেছি।। কিন্তু কপাল খারাপ।। একটাও আজও কোন শিল্পির কন্ঠে গান হয়ে কোন এ্যালবামে আসেনি ।। এটা আমার লেখা ১৬৩ নং গান।। আমি গানগুলো সোনেলায় দিয়ে আমার কিছুটা কষ্ট লাঘব করতে চাই।। তাই এভাবে দেওয়া।। যখন যে রকম মনের গতি থাকবে সে রকম গান দিব।। এজন্যই সিরিয়াল করে না দিয়ে এলোমেলো ভাবে দিচ্ছি।। ধন্যবাদ ভাই ।। (3
বোকা মানুষ
আমার পরিচিত কয়েকজন আছে। অনুমতি দিলে চেষ্টা করে দেখব।
রকিব লিখন
অনুমতি দেওয়া হলো ।। শুধু গীতিকার হিসেবে আমার নামটা থাকলেই হবে।। আপনাকে ধন্যবাদ।। -{@
বোকা মানুষ
ধন্যবাদ। নাম থাকবে। দেখছি কদ্দুর কি করতে পারি।
খসড়া
আপনি গান নিয়ে বিভিন্ন সুরকারকে দিন। যানি কেঊ গান ককরবে নখালি পয়সা চাইবে তবে প্রথমে পয়সা দিয়েই কাজ করতে হবে। পয়সা যে দেবেন জেনুইন লোক কিন্তু নাই খালি টাকা চাইবে সব ফ্রট।তবে এর মধ্যে এক দুইজন টাকা নিলেও কাজ করবে ।
রকিব লিখন
আমি টাকা দিয়ে গান করে নিতে নারাজ।। তাহলে প্রতিভার মূল্য কী থাকল??
আর আমি খুবই গবীর একজন মানুষ।। গানের পিছে টাকা খরচ করা আমার সাধ্যের বাইরে।।
আপনাকে ধন্যবাদ।। (3
লীলাবতী
এত সুন্দর লিরিক কেউ নিচ্ছেনা ? অবাক হলাম ।
রকিব লিখন
হয়ত ব্যাটে বলে মিলছে না।। তাই ছক্কা হচ্ছে না।। আপু, দোয়া রাখবেন যেন আমি গানগুলো প্রকাশ করতে পারি।। -{@
তুমি আমি এক
ভালো সুরকারের কাছে যেতে পারলে আশা করা যায় আমরা এই গান গুলো শুনতে পারবো (y)
রকিব লিখন
আমি চেষ্টা কররো ভাল ভাল সুরকারের কাছে গানগুলো নিযে যেতে।। ধন্যবাদ (3
বোকা মানুষ
দুর্দান্ত একটা গান হবে। সত্বর সুরারোপ করে গাওয়ানোর ব্যবস্থা হোক।
রকিব লিখন
দোয়া করবেন।। (3
শিশির কনা
ভাইয়া কারো সাথে যোগাযোগ করেন নি ?
রকিব লিখন
করেছি।। আশ্বাস দিছে But বিশ্বাষ করতে পারছি না।। -{@
আদিব আদ্নান
আরে আপনি এমন একজন গীতিকার কিন্তু এখনও সুর হয়নি দেখে দুঃখ বোধ হচ্ছে ।
তবে আমি আশাবাদী , একদিন সুরে সুরে শুনবই ।
রকিব লিখন
আমিও আশায় বেধেছি বুক।। এটাই আমার পরম সুখ।। আপনার আশা ও আমার পূর্ণ হোক।। (3