গান- ১৬৩

রকিব লিখন ৪ নভেম্বর ২০১৩, সোমবার, ০৬:৩৯:৫৯অপরাহ্ন সঙ্গীত ১৭ মন্তব্য


সখি সখি করি আমি
সখি খোঁজে অন্যজন
কেমনে সাজাই বল
সখি বিনে বৃন্দাবন।।

কলিজা করিয়া ছিদ্র
পিরিতি করিলাম বিদ্ধ
জ্বলিয়া গো প্রেম আগুনে
অন্তর হইল সিদ্ধ।।
সাখির বিরহ শোকে
আঙ্গারা হইল মন

জপি গো প্রেমের মন্ত্র
সখির মন তবু বন্ধ
দহন গো প্রেমে সারা দেহে
মনে চরে পোড়া গন্ধ।।
সুজন হয় দুর্জন
বলে গো রকিব লিখন

৬৬৩জন ৬৬২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ