গল্প নয় একেবারে বাস্তব

সঞ্জয় কুমার ৬ আগস্ট ২০১৪, বুধবার, ১০:৪৯:৫১পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

গল্প নয় একেবারে বাস্তব

প্রায় পাঁচ মাস পর বাড়ি যাচ্ছি । আব্দুল্লাপুর থেকে লেগুনা টাইপের একটা গাড়িতে নবীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ।

মাঝ পথে একজন সুদর্শনা ও তার বোন গাড়িতে উঠল । সুদর্শনা আমার সামনা সামনি বসেছে । মানে দু জন সামনে তাঁকালে একে অপরের মুখোমুখি । আমি সামনে তাঁকিয়ে আছি কিন্তু সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাঁকিয়ে আছে । এভাবে তাঁকিয়ে থাকলে ঘাড়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ।

সুদর্শনার ছোট বোন অনেক সেজেছে কিন্তু তাঁকে সুন্দর লাগছে না । সুন্দর লাগছে সুদর্শনা কে । সে মনে হয় এই মাত্র গোসল করছে ভেজা চুল সামনে মেলে রাখা ।

এই মাত্র একজন প্রেগনেন্ট আঙ্কেল বাসে উঠলেন তিনি আমার আর সুদর্শনার মাঝে দাঁড়িয়ে আছেন। । এখন মাঝে মাঝে ভুড়ির পাশ দিয়ে সুদর্শনা কে দেখা যাচ্ছে । সে এখন সামনে তাঁকিয়ে আছে মনে হয় । পিছনে তাঁকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যাথা হয়ে গেছে হয়ত ।

আরও একটা কারণ হতে পারে সে হয়ত আমার দিকে তাঁকাতে চাইছিল না ।কিন্তু এই প্রেগনেন্ট আঙ্কেলের ভুড়ি এত দেখার কি আছে বুঝলাম না ।

বাস থামল প্রেগনেন্ট আঙ্কেল আর সুদর্শনা নেমে গেল ।

আমার অল্প ভাল লাগা আর সুদর্শনার সাথে লুকোচুরি খেলা এখানেই শেষ ।

৪৩৫জন ৪৩৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ