“গল্পটা মনের..

মনির হোসেন মমি ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:৫৩:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

মেয়েরা প্রত্যহ আয়নায় নিজেকে দেখে।সকাল দুপুর বিকেল কিংবা রাত্রীর শয্যানিদ্রার আগ মুহুর্ত।অধিকাংশ মেয়েরাই তাদের ভ্যানিটি ব্যাগে ছোট আয়নায় ক্ষণ ক্ষণ মুহুর্তে নিজেকে দেখে।বার বার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে, নিজের মুখটি দেখে-খুটিয়ে খুটিয়ে দেখে-আবার আফসোসও করে-নাহ্,,কেমন জানি নিজেকে অচেনা অচেনা লাগছে অথবা ইস্ সাজঁটা যেন মন মত হচ্ছেই না।
এ দিকে ঘন্টা পেরিয়ে গিয়ে কোন শুভ যাত্রায় যাত্রার ফলাফলে যাই ঘটুক না কেন! জামাই বাবু যত তাড়া দিক না কেন-যতক্ষণ না মেয়েরা আয়নায় নিজেকে স্যাটিসফাই মনে না করেন ততক্ষণই সে আয়না দেখায় মত্ত থাকেন।শেষ পর্যন্ত হলেও আয়নায় নিঃস্বাসের অতৃপ্তির  বাষ্প ছেড়ে যায়-সাজঁটাতো তেমন ভাল হলো না  তাঁর।

৯৮০জন ৮৮৫জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ