কে দাড়িয়ে, কে তুমি?
ভেজা চুলের গন্ধ ছড়াও মোহিত করে এই ভর দুপুরে-
মেখেছ কি শ্যাম্পু কোন বিদেশী ব্র্যান্ডের ?
কত কৌশলী হেয়ার ড্রাইয়ার তোমার আলামারিতে
শুকিয়ে নিয়ো চুল যখন খুশি ভিজিয়ে নিয়ে সোহাগ শেষে
দিন দুপুরে
রাত দুপুরে
ভোরের আড়মোড়ার পূর্ণতা এঁকে;
সাথে স্যান্ডেলিনার ছোঁয়াও নিয়ো তোমার কোমল গালে –
তবু দোহাই তোমার মেঘ কালো চুলের
এসো না কভু জানালায় চুল শুকাতে এই ভর দুপুরে গন্ধ মিশিয়ে
আমার এই শহরের আকাশ বাতাস-
গন্ধ শুঁকে একলা পুরুষ ঘুমাই বল কেমন করে ?
১০টি মন্তব্য
ব্লগার সজীব
জানালায় চুল শুকানো নিষেধ :p
আসমাউল
ঠিক বলেছেন
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
দুই লাইনের মাঝের স্পেস কি ইচ্ছে করে বাড়িয়েছেন ?
যদি না হয় , তবে কপি পেস্ট করার পূর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেস্ট করুন ।
ডাবল স্পেস হবেনা ।
বুঝতে না পারলে প্রশ্ন করবেন ।
শুভ কামনা ।
আসমাউল
আপনাদের পরামর্শ আমাকে এগিয়ে নিয়ে যাবে। [ তবে আমি নিচের দিকে স্পেস দিয়েছি।] এইচটিএমএল এর ব্যাপার বুঝি না ভাই।
নীল রঙ
ভাল লিখেছেন।
আসমাউল
ধন্যবাদ আপনাকে।
প্রহেলিকা
কত সরলভাবে আপনি বলে গেলেন কাব্যিক কথামালা। অনেকদিন পড়ে একটি চমৎকার কবিতা পড়লাম।
আসমাউল
শুনে ভালো লাগলো। দোয়া রাখবেন ।
শুন্য শুন্যালয়
🙂 বেশ মজার কবিতা ..এলোকেশীরা সাবধান জানালায় এসোনা..
আসমাউল
গন্ধ না পেলেও তো আবার ভালো লাগে না।