তোমাদের কারো কাছে কি গন্ধহীন আগুন হবে?
যে আগুনে তেলের গন্ধ নেই,
গ্যাসের গন্ধ নেই,
নেই কাঠ কিম্বা মন ও শরীর পোড়ার গন্ধ…
তোমাদের কারো কাছে কি সেই আগুন হবে?
যে আগুন হবে মেদহীন, নির্লোভ এক আগুন,
আমায় সে আগুনের খোঁজ দাও,
সেই আগুনে এক কাঠি বিষ জ্বালিয়ে আমি বিষাক্ত হতে চাই…
২২টি মন্তব্য
অরণ্য
সাবাস!
আবার জিগাস?
চোখ কান খোলা রেখে
কথাটা তোর জায়গা মত ক ।
হ ।
তুই বিষাক্তই হ।
নীতেশ বড়ুয়া
!
অরণ্য
ভাইজান, ভাল লেগেছে আপনার লেখাটি। তাই অমন করে লেখা। তুই সম্ভাষণে কিছু মনে করলেন কিনা সেটি নিয়ে আমি চিন্তিত আছি, আপনার “!” দেখে। ভাল থাকবেন।
নীতেশ বড়ুয়া
হিহিহিহিহি :D) \|/
অরণ্য
(y)
হ ।
তুই বিষাক্তই হ। \|/
নীতেশ বড়ুয়া
ইয়াহহ্ আই এম দ্য বিষাক্ত 😀
প্রজন্ম ৭১
এমন আগুন কি আছে বাস্তবে?ভালো লেগেছে।
নীতেশ বড়ুয়া
দ্য পিউরিটি… ডেভিল ওয়ান্টস টু বি পিউর… 😀
শিশির কনা
আমার কাছে ছিলো ভাইয়া,হারিয়ে ফেলেছি 🙁 লেখা পছন্দ হয়েছে।
নীতেশ বড়ুয়া
ওয়াও!!!!!!!!… আমি সে আগুনের কাছে যেতে চাই প্লীজ 🙁
ব্লগার সজীব
ভালো লেগেছে ভাই।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ভাই 🙂
শুন্য শুন্যালয়
সুইসাইড করবার আগে কেউ একজন ভাবছে কতো সহজ পদ্ধতিতে মরা যায়, কস্ট কম পেয়ে।
নীতেশ বড়ুয়া
হতে পারে… তবে একজন মরতে চায় শুদ্ধ হতে 😀
জিসান শা ইকরাম
মানুষের কত যে ইচ্ছে থাকে 🙂
নীতেশ বড়ুয়া
^_^
ছারপোকা
আদৌ কি সম্ভব সে আগুনের খোঁজ দেয়া ?
নিজেকে জ্বেলে বিষাক্ত করে কি কোন লাভ হবে ?
ভাল লেগেছে ।
নীতেশ বড়ুয়া
পৃথিবীতে এমন কোন আগুন নেই যার গন্ধ নেই। আগুন মানেই কিছুকে জ্বালানো… তাই আমি সেই আগুন চাই যা অন্য কিছুকে পোড়াবে না শুধু মাত্র শুদ্ধ করবে… “আমায় সে আগুনের খোঁজ দাও,
সেই আগুনে এক কাঠি বিষ জ্বালিয়ে আমি বিষাক্ত হতে চাই…” অর্থাৎ আমার অশুদ্ধতা এই শুভ্র/নিস্পাপ আগুনে পুড়ে শুদ্ধ হোক… দ্য পিউরিটি, ডেভিল ওয়ান্টস টু বি পিউর 😀
নীলাঞ্জনা নীলা
ছোট এবং সুন্দর -{@
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ^_^
রাইসুল জজ্
এইটা সেরা ছিল ।
নীতেশ বড়ুয়া
আরে বাহ্! আপনি এলেন সোনেলায় রাইসুল ভাই 😀 থ্যাঙ্কিয়ু… আশা করছি এখানে আপনাকে নিয়মিত পাবো 😀