গন্ধহীন আগুন ও ধুম্রশলাকা

ভোরের শিশির ১৬ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১১:৪২:৪১পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমাদের কারো কাছে কি গন্ধহীন আগুন হবে?
যে আগুনে তেলের গন্ধ নেই,
গ্যাসের গন্ধ নেই,
নেই কাঠ কিম্বা মন ও শরীর পোড়ার গন্ধ…

তোমাদের কারো কাছে কি সেই আগুন হবে?
যে আগুন হবে মেদহীন, নির্লোভ এক আগুন,
আমায় সে আগুনের খোঁজ দাও,
সেই আগুনে এক কাঠি বিষ জ্বালিয়ে আমি বিষাক্ত হতে চাই…

৬৮০জন ৬৭৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ