একদিন,
অঙ্গুলী হেলনে দেখিয়েছি বিচিত্র ম্যাজিক,
বিভিন্ন সময়ের বুকে একেছিলাম যুগল পদরেখা।
একদিন,
তুমি ; নক্ষত্রের রুপালী আগুনে লীন
রূপকথার ছায়া শিকারির মতো,আত্মখনন শেষে
মায়াবতী নীল জল।
একদিন,
অঙ্গুলী স্পর্শেই কামনার বিষ
শ্বাসের শব্দে সুগন্ধী ঝড়, কমলা রঙের আলো।
তারপর একদিন,
অঙ্গুলীস্পর্শ ছেরে হয়েছো সুদূর।
– আচ্ছা তবে যাও,
আমিতো আছিই।
দেখা হবে হয়তো কোন রঙডুবি সূর্যাস্তের কালে।
২৬টি মন্তব্য
ব্লগার সজীব
অদ্ভুত সুন্দর, ঘোর লেগে যাওয়া কবিতা ।
আগুন রঙের শিমুল
থ্যাংকস সজীব (3
খসড়া
আমার খোয়াব নামাটা হারিয়ে গেছে
আগুন রঙের শিমুল
🙂
জিসান শা ইকরাম
শিমুল ভাই, তাকিয়ে আছি মায়াবী ছবিটার দিকে।
পড়ছি আপনার কবিতা ।
আপনার কবিতা পড়ে যে মুগ্ধতা
তা আপনার কবিতাতেই আবার অতিক্রম করে।
অনেক ধন্যবাদ আপনাকে এমন কবিতার জন্য ।
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ দাদা 🙂
স্বপ্ন নীলা
এত সুন্দর একটি কবিতা !!! দারুন — আমার যে মন ভরে গেল !!
আগুন রঙের শিমুল
কৃতজ্ঞতা 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক সু্ন্দর একটি কবিতা পড়লাম তবে নিঃশেষেই শেষ করে দিলাম। -{@
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই 🙂
পুষ্পবতী
খুব সুন্দর কবিতা -{@
আগুন রঙের শিমুল
থ্যাংকস পুষ্প 🙂
ছাইরাছ হেলাল
ছবি আর কবিতার অপূর্ব সমন্বয় , কী ভাবে যে করেন !
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই 🙂 ভেবেচিন্তে করিনাতো এম্নিই হয়ে যায়
মিথুন
অনেক ভালো লেগেছে ভাইয়া ।
আগুন রঙের শিমুল
থেঙ্কু 🙂
কৃন্তনিকা
“একদিন,
তুমি ; নক্ষত্রের রুপালী আগুনে লীন
রূপকথার ছায়া শিকারির মতো,আত্মখনন শেষে
মায়াবতী নীল জল।”
মায়াবতী কবিতা… -{@ -{@ -{@
(y)
আগুন রঙের শিমুল
🙂 🙂
দুঃখবতী কবিতা
নুসরাত মৌরিন
“আচ্ছা তবে যাও,
আমিতো আছিই।
দেখা হবে হয়তো কোন রঙডুবি সূর্যাস্তের কালে”।
কবিতা টা এত সুন্দর… শেষ করে বার বার মনে হচ্ছে আবার শুরু থেকে পড়ি…। (y)
আগুন রঙের শিমুল
হ্যাঁ , হয়তো দেখা হবে । হয়তো না … কি আসে যায় 🙂
অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য
শুন্য শুন্যালয়
আত্মত্যাগ? অঙ্গুলী হেলনে একদিন এমন করে লিখতে চাই।
আগুন রঙের শিমুল
নাহ আত্মত্যাগ না। আমি অত মহান না 🙂
বেটার ইউ ক্যান সে আঙ্গুর ফল চুক্কা 😀
ওয়ালিনা চৌধুরী অভি
অসাধারন এর উপরে আর কোন শব্দ আছে ? আমি সেটা এখানে দিতে চাই।
আগুন রঙের শিমুল
হ্যাঁ আছে :p
বলতে হবে ভালো হয়েছে 😀
মিসু
অঙ্গুলীস্পর্শ সুদূরে যাবে কেন ? এমন কল্পনা কেনো? লেখা ভালো লেগেছে ।
আগুন রঙের শিমুল
কল্পনা নয়, আমি যা দেখি তাই লিখি