খোলা চিঠি

রুপাই ১ আগস্ট ২০২২, সোমবার, ০১:১৭:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
  • প্রিয় অংশু
  • শুনেছিস?  আবরারের ছোট ভাই’টা বুয়েটে চান্স পেয়েছে। খবর-টা খুশির হলেও, শোনার পর থেকেই বুকের ভিতরটা কেমন চিন চিন করে ব্যথা করছে।
  • আবরার’কে চিনতে পেরেছিস তো? তোর তো চেনার কথা। যতোদূর জানি দেশের কোন খোঁজ না রাখলেও দেশের শিক্ষা অঙ্গনের খোঁজ নিয়োমিত রাখিস। তবুও বলছি।
  • আবরার হল, বছর দু’য়েক আগে বুুয়েটের হল থেকে যে নিথর দেহটা বেরিয়েছিল তারই স্বত্বাধিকারী ছিল। নষ্ট রাজনীতি বলি হয়ে জাতি যে মেধাশুন্য হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ হল আবরার।
  • আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না, কেবলই আবরারের মলিন মুখটা ভেসে উঠছে চোখের তারায়।
  • তুই সময় করে একবার আসিস। তোর জন্য সহস্র কথা জমে আছে বুকের খাঁচায়।
  • ইতি
  • তোর  বন্ধু রুপাই
১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ