শুনেছিস? আবরারের ছোট ভাই’টা বুয়েটে চান্স পেয়েছে। খবর-টা খুশির হলেও, শোনার পর থেকেই বুকের ভিতরটা কেমন চিন চিন করে ব্যথা করছে।
আবরার’কে চিনতে পেরেছিস তো? তোর তো চেনার কথা। যতোদূর জানি দেশের কোন খোঁজ না রাখলেও দেশের শিক্ষা অঙ্গনের খোঁজ নিয়োমিত রাখিস। তবুও বলছি।
আবরার হল, বছর দু’য়েক আগে বুুয়েটের হল থেকে যে নিথর দেহটা বেরিয়েছিল তারই স্বত্বাধিকারী ছিল। নষ্ট রাজনীতি বলি হয়ে জাতি যে মেধাশুন্য হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ হল আবরার।
আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না, কেবলই আবরারের মলিন মুখটা ভেসে উঠছে চোখের তারায়।
তুই সময় করে একবার আসিস। তোর জন্য সহস্র কথা জমে আছে বুকের খাঁচায়।
১৩টি মন্তব্য
বন্যা লিপি
আপনাকে স্বাগতম সোনেলার উঠোনে।
শুভ কামনা।
লেখা নিয়ে মন্তব্যে পরে আসছি।
রুপাই
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সুযোগ দেবার জন্য।
সাদিয়া শারমীন
ভালো লাগলো আপনার চিঠি
রুপাই
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভ রাত্রি
হালিমা আক্তার
নষ্ট রাজনীতির ছোবলে ডুবে যায় মেধার তরী। সুন্দর চিঠি। শুভ কামনা রইলো।
রুপাই
নষ্ট রাজনীতির বলি হয়ে আর যেনো কোন মায়ের বুক খালি না হয়। সুস্থ ধারা রাজনৈতিক চর্চা হোক সর্বত্ত।
শুভ কামনায় শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
স্বাগতম সোনেলায় 🌹
রুপাই
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সোনেলা পরিবারের প্রতি।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগত আপনি।
নিয়মিত লিখুন, অন্য লেখকদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
রুপাই
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সবার জন্য শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
যে প্রতিষ্ঠানে পড়তে এসে বড়ভাই লাশ হয়ে ঘরে ফিরেছে সেখানেই ছোটো ভাই চান্স পেলো। বিদগ্ধ স্মৃতি তাকে হয়তো তাড়িয়ে বেড়াবে।
সোনেলা পরিবারে স্বাগতম। নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
রুপাই
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নষ্ট রাজনীতির বলি হয়ে আর যেনো কোন আবরাররা হারিয়ে না যায়।
হালিম নজরুল
সভ্যতার সংকট কেটে যাক। আমরা যেন সবাই মানুষ হয়ে উঠি।