ড্যামিশ—
তোমায় আবার লিখতে বসলাম—কেমন আছো তুমি?না তোমার কাছে এই প্রশ্নটা আমি রাখবো না, কারণ আমি জানি তুমি ভালো আছো,অনেক ভালো……
জানো ড্যামিশ, আজকাল মাথায় একটা গল্প ঘুরপাক খাচ্ছে—যে গল্পের নায়িকা আমি আর নায়ক তুমি—ভাবছি গল্পটা লিখব,বর্ণমালা দিয়ে শব্দজটে গল্পটাকে বাঁধবো—তারপর লিখা শেষ করে খুব বিশ্বস্ত একজনকে দিয়ে যাবো এই গল্প প্রকাশনার দায়িত্ব—যখন আমি থাকবো না এই পৃথিবীর কোথাও, তখন এই গল্প প্রকাশিত হবে—আর দেখো, এই গল্প প্রকাশিত হওয়ার পর এটিই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গল্প হিসেবে স্বীকৃতি পাবে—তোমার আমার গল্প…….
কিন্তু জানো বুদ্ধু, যখনি আমি গল্পটা লিখবো বলে বসি, তখন আমি আর কিছুই লিখতে পারি না—বর্ণমালারা আমার সাথে ছলনায় মেতে উঠে—তোমায় নিয়ে ভেবে যাওয়া সুন্দর শব্দের সব বাক্য আমার কাছে অস্পষ্ট হয়ে উঠে—আমার মনের আকাশটা কালো মেঘে ঢেকে যায়—সেই আকাশের কোথাও তখন আমি আর তোমাকে খুঁজে পাই না—একটা দুঃস্বপ্ন পার করে নিজেকে তখন বড্ড একা মনে হয়—তারপর কোথায় থেকে একটা দীর্ঘশ্বাসের দানা বেঁধে সেটা আস্তে আস্তে বড় হতে শুরু করে—আমার আর গল্প লিখা হয়ে উঠে না—তোমার আমার গল্প……..
আমি জানি না তোমায় নিয়ে আমার এই গল্প কখনো লিখা হবে কিনা, তাই বলে তুমি আবার ভেবে বসো না যে, আমি তোমায় নিয়ে ভাবতে পারি না বা আমার ছোট্ট পৃথিবীতে তুমি কোথাও নেই-এমনটি তুমি কখনো ভাবতে যেয়ো না—শুধু জেনে রেখো, উজ্জ্বল পরিষ্কার আকাশও এক সময় মেঘে ঢেকে যায়—উত্তাল সমুদ্রও একসময় খুব বেশী শান্ত হয়ে যায়—নিশুতি রাতের তারারাও একসময় অভিমানে দৃষ্টির বাইরে হারিয়ে যায়—নীড় হারা পাখিটাও একসময় নীড়ের খোঁজে সন্ন্যাসী হয়ে যায়—কতো কিছু যে হয়ে যায় অজান্তে—জানো ভোরের আলোর সাথে জেগে উঠে হৈ হুল্লোড়ে মেতে থাকা চারপাশটাও এক সময় ঘুমিয়ে পড়ে খুব নীরবে—প্রিয় শহরটাও একসময় ঘুমিয়ে পড়ে-ঘুমিয়ে পড়ে আপন মানুষগুলোও—একেবারে রাতের শেষ প্রহরে আমিও ঘুমিয়ে পড়ি—শুধু তুমি ঘুমাও না আমার মনে কখনো, তুমি আছো আমার পুরো পৃথিবী জুড়ে…………
ভালো থেকো ড্যামিশ—অনেক অনেক অনেক ভালো থেকো…………..
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)
৩৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার লেখাগুলো ক্রমান্বয়ে ভাল হচ্ছে।
সুন্দর লেখা।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
ড্যামিশ আর খেয়ালী মেয়েকে নিয়ে গল্প লিখে ফেলুক খেয়ালী মেয়ে। লিখতে পারবে খেয়ালী মেয়ে। যার এত আবেগ, তাঁর গল্পও অনেক আবেগপুর্ন হবে নিশ্চয়ই। ভালো লিখেছেন আপু।
খেয়ালী মেয়ে
লিখতে পারবো কিনা জানি না, তবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গল্পটা লিখার স্বপ্ন দেখি 🙂
স্বপ্ন দেখতে আমার নেইকো মানা—
স্বপ্নেই আমি উড়ে যাই মেলে স্বপ্ন ডানা—
কৃষ্ণমানব
খেয়ালী মেয়ে তার লেখার ধারবাহিকতা বাড়াচ্ছে . . . .
জানেন তো , আমি যদি পাখি হতাম সে হত খাচাঁ !
সারাটি সময় তাকে ঘিরে ডাকাডাকি করে যেতাম 🙂 !
কারো অভিমানে আকাশ টা আজ নীল হয়েছে ।
সেই আকাশে উড়বে কখনো স্নিগ্ধ গাংচিল :v !
দ্বীর্ঘশ্বাসের অপেক্ষায় মুগ্ধ কারো প্রতি জমে থাকা বিশ্বাস . . . ….. 🙂 ।
বর্নচোরা কারো বুকে জমে আছে নীল বরফ ।
দ্বীর্ঘশ্বাসের উত্তাপে তার গলন হচ্ছে ।
প্রতিটি প্রহর কেটে যায় , ক্লান্ত চোখের চাহনিতে কাওকে কাছে পাবার অধিক আশায় :p ।
পুরোটা আকাশ জুড়ে ক্যানভাসের রঙ্গে প্রিয় কারো সচ্ছ প্রতিচ্ছবি আকা হচ্ছে ।
খেয়ালী মেয়ে একটু আচড় কেটে সমাপ্তি টানলেই চলে 🙂
খেয়ালী মেয়ে
কাশশশশশশশশশশশশশশশশশ্ আমিও আপনার মতো লিখতে পারতাম 🙁
হৃদয়ের স্পন্দন
হিংসা হচ্ছে অজানা বালিকাকে উদ্দেশ্য করে কেন এমন লিখতে পারিনা
ভালো লিখেছেন
চালিয়ে যান
থামবেনা লেখা
আর অনুরোধ করি
ড্যামিশ কে নিয়ে গল্প লিখে ফেলুন, ভালোবাসা শিখতে চাই
খেয়ালী মেয়ে
ড্যামিশকে নিয়ে গল্প লিখতে পারবো কিনা জানি না, তবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গল্পটা লিখার স্বপ্ন দেখি 🙂
স্বপ্ন দেখতে আমার নেইকো মানা—
স্বপ্নেই আমি উড়ে যাই মেলে স্বপ্ন ডানা—
শুন্য শুন্যালয়
আপনি গল্পটা লিখে আমাকে দিয়ে দিন। আপনি বেঁচে থাকতেই প্রকাশ করে দেব। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গল্প পড়ে সবার অনুভূতি দেখবেন না? ড্যামিশ কি সত্যিই আছে? অজানাতেই সে অনেক বেশি সুন্দর মনে হয়। পরী অনেক সুন্দর লেখে। আরো অনেক চিঠি চাই। এই চিঠি গুলোই এক একটি গল্প।
খেয়ালী মেয়ে
কথা দিলাম যদি কখনো লিখতে পারি গল্পটা তাহলে আপনেকেই দিয়ে যাব 🙂
না ড্যামিশ বলে বাস্তবে কেউ নেই 🙁
এ সবই আমার খেয়ালী মনের এলোমেলো ভাবনা, অদৃশ্য এক ছায়া……..
চিঠির প্রতি আমার দূর্বলতা প্রচুর–তাই আমি আরো অনেক চিঠি লিখবো…
সাতকাহন
ভালো লাগলো লেখাটি, নিয়মিত পড়ার ইচ্ছে পোষণ করছি আপনার লেখা।
খেয়ালী মেয়ে
🙂
বন্য
সেই কবে চিঠি লেখা ভুলে গেলাম তবে আপনার চিঠি পড়ে আবার লিখতে ইচ্ছে করছে কিন্তু উপায় নাই লিখতে যে আর পারিনা। চিঠি থেকে শুরু করে গল্প সবই পারবেন একবার চেষ্টা করে দেখুন না।
খেয়ালী মেয়ে
চিঠি থেকে শুরু করে গল্প সবই পারবেন একবার চেষ্টা করে দেখুন না—আপনার কথা দিয়েই বলি আর একবার চেষ্টা করুন না চিঠি লিখার,দেখবেন ঠিকই পারবেন….লিখে ফেলুন প্লীজজজজ
মোঃ মজিবর রহমান
আমি বেলেখক
আমার ভাললাগা রইলো আপু।
খেয়ালী মেয়ে
বেলেখকটা আবার কী??? ;?
বনলতা সেন
আমাদের সময়ে এমন লেখা কপি করে চালালে সহজেই কিস্তিমাত করা যেত।
খেয়ালী মেয়ে
উফফফফফফ্ খুব দেরি করে ফেলেছি তাহলে…
লীলাবতী
কিভাবে আবেগি চিঠি লিখতে হয়, এনিয়ে একটি সেমিনার করুন পরী আপু। আমি আপনার মত আবেগ দিয়ে লিখতে চাই 🙂
খেয়ালী মেয়ে
করে ফেলুন সেমিনারের আয়োজন, আমারে বিশেষ অতিথির স্থানটা দিলেই হবে, আমার জানা মতে বিশেষ অতিথি নাকি কথা কম কয় আর বাকিরা একটু বেশী কয়, তাই এসুযোগে যদি কিছু শিখতে পারি 🙂
কৃষ্ণমানব
আমার মত লিখতে গেলে লোকে আপনার বদ্ধ
উন্মাদ ডাকবে !
কি ধরকার ভিতরের প্রতিভা জলান্জলি দেয়ার ?
এভাবেই নিজেকেই থাকুন ,ভালো থাকুণ সবসময়
খেয়ালী মেয়ে
পাছে লোকে কিছু বলে জগতের রীতি..
তাদের ভয়ে পিছু হটতে হবে এ আবার কেমন নীতি?..
কৃষ্ণমানব
এটার অন্য রকম লৌকিকতা !
অলৌকিক রহস্য থাকুক মনের অভ্যন্তরে ।
বুঝা কি যায়?
এ ভুবনে ?
স্বার্থকতাকে কেন্দ্র করেই বেচে থাকাই বড় ব্যাপার !
খেয়ালী মেয়ে
হুমমমমমমমমম বুঝলাম আমরা সবাই স্বার্থআপন মানুষ 🙁
জিসান শা ইকরাম
খেয়ালী মেয়ের স্বপ্নিল চিঠি পড়ে মুগ্ধ হচ্ছি।
এই বুদ্ধুটাযদি সত্যি সত্যি থাকতো, তাঁর জীবন পুর্ন হয়ে যেতো।
গল্প লেখা যেতে পা্রে।
আপনার এমন আবেগকে শ্রদ্ধা জানাই।
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশশশশশশশশশশ বুদ্ধুটা যদি থাকতো!!!!!!!!!!!!!!
অলিভার
লিখে ফেলবো নয়, লিখা শুরু করে দিন। আজকে এইটা তো কাল ঐটা মনে করেই লিখতে থাকুন আপনার বুদ্ধুটাকে নিয়ে সেই বিখ্যাত গল্প, প্রেমের গল্প। আর জীবদ্দশাতেই দেখে যান সেই গল্পের জনপ্রিয়তা।
ধারাবাহিক আবেগী চিঠি গুলি বেশ চমৎকার এক আয়োজনে রূপ নিচ্ছে :c
আশা করছি আরও অনেক আবেগী চিঠি নিয়ে আমাদের এভাবেই ডুবিয়ে রাখবেন আবেগের ভুবনে 🙂
শুভ কামনা থাকলো -{@
খেয়ালী মেয়ে
ইচ্ছে আছে লিখার, দেখি শেষ পর্যন্ত কি হয়?..
মেহেরী তাজ
আমি যখন কাউকে চিঠি লিখবো, আপনার এখান থেকে লেখার ধরন, আবেগ ধার করে নিয়ে লিখবো 🙂 :p
খেয়ালী মেয়ে
আমি কাউরে ধার দিই না, তবে আপনেরে ফ্রী দিলাম সব……. 🙂
সায়ন্তনু
চিঠি তা এ ভাবে লেখা যায় আপনার লেখা না পড়লে জানা হতো না। চিঠি কী তা জানিনা ।
লিখেছি বলে মনে পড়ে না। অনেক চিঠি আস্তে আস্তে পড়ব ভাবছি।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ
নুসরাত মৌরিন
কি দারুন চিঠি!!চিঠি গুলোর পরতে পরতে ভালো লাগা ছড়িয়ে থাকে…।
এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের গল্পটা লিখেই ফেলুন…দেরী কেন?
খেয়ালী মেয়ে
লেখার ইচ্ছে আছে……..দেখি পারি কিনা 🙂
অরণ্য
আবারও বলব অসাধারন লেখা আপনার। (y) আপনি চিঠি লিখে যান – আরও।
খেয়ালী মেয়ে
লিখবো..লিখতে তো হবেই 🙂