তুমিই কি সেই!.
নাহ্ প্রিয়,
আজ খুব কষ্ট হচ্ছে তোমায় চিনতে। তবে,আমি তোমায় কিঞ্চিৎ দোষী ও করতে পারছিনা। কারণ ভূলটাযে আমারই।আমি ই যে একের ভেতর অনেক পেতে চেয়েছি, আমি ভূলেই গিয়েছলাম আমাকে তুমি যত টুকুন দিয়েছো, তা কেবলই, তেমার ভালোবাসার পাহার হতে, পিপরাদের চুরিকরে নিয়ে যাওয়া ছিটেফোটা মাত্র।
আমি ভূলেই গিয়েছিলাম, তুমি যা দিয়েছিলে তা কেবলই ঝর্না তিব্র স্রতে বইয়ে যাওয়ার দরুণ ছিটকে আসা ফোটা মাত্র।
আমি ভুল করে ভেবে নিলাম, আমিই একমাত্র অধিপতি, তেমার হৃদয়ের, হয়তো আমার জন্যই গচ্ছিত তেমার সমুহ প্রেম। যা, নিমেষেই তুমি মহাভুল প্রমানিতো করলে।
সেবারে জখন, চোখথেকে অশ্রু গরালো। আমি তখোনো নতোমস্তকে প্রতিক্ষায় রয়েছিলাম। ভেবেছিলাম,এই বুঝি তুমি যানতে চাইবে।
এই কাদছো কেনো? না আমার সমস্ত আশার ফুল পায়ে দলিয়ে , তুমি চললে, নতুন আশায়। জানো! তখন আমার বুকের ভেতরটা তিব্র আবেগে এভাবেই কেদে কেদে বলছিলো- ওরে পাষন্ড কি এমন হতো ভালোবাসলে,ওরে ভিখারিকেও মানুষ করুনা করে। নাহয় একটু ভালোবাসতি করুনার ছলে।নাহ্ তুমি শুনলেনা আমার আকুতি মিনতি, হৃদয়ের করুন আর্তনাদ তোমার কর্ণকুহরে পৌছিলোনা।
দেখো, কতটা বোকা আমি? তেমার প্রেমের জলেডুবে আমি নিজেকে এতটাই গাধার সাড়িতে নাম লিখিয়েছি, যে, ভুলেই গেছি৷ ভালোবাসা, করুনা করে হয়না।
জানো প্রিয়,
আজ আর নিজেকে গাধা বলে সাব্যস্ত করতে, একটুু কষ্ট বা লজ্জা হয়না,! কারণ সেই তুমি, তোমার প্রেম। তোমার সেই হৃদয় হারানো ভালোবাসা পাওয়ার আকুল আকঙ্কা আমায় ক্রমেই ভুল করতে ডাকে খুব ডাকে,ভাবি যদি গাধা তকমটা, পূর্ণরুপে গায়ে লাগাতেপারি, তবে আার ভূল করতে বাধা কিসে!
তখন তুমিও ভুলগুলি ধরা বাদদিয়ে, তিরস্কার করে বলেবে, গাধাটা যা খুশি করুকগে, ওকেনিয়ে মাথা ঘামানোর সময় নেই।
অতঃপর , লুকিয়ে, দেখিয়ে আমি ভুলকরতেই থাকবো,করতেই থাকবো।
আহা,তেমার প্রেমযে আমার অমৃত, কিকরে ছেরে থাকি বলো!
ভালো থেকো,
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ভালো লিখেছেন,,,,বানানের প্রতি যত্নশীল হওয়া আবশ্যক ভাইয়া
মোহাম্মদ দিদার
লেখালেখির তিব্র আকাঙ্খা থাকা সত্বেও, কামলার জীবনটা নিয়ে একটু খেয়ালি মনে লিখতে পারিনা, যটপট যতোটা পারি লিখি।
হ্য, ভুলধরিয়ে দেওয়াটা ভালোবাসা হিসেবেই মেনে নিলাম। এভাবেই পাশে থাকবেন এই কামনা।
নাজমুল হুদা
অনুভূতি যুক্ত সব কিছুই প্রতিভা
ভালো চালিয়ে যান ,বানানে একটু খেয়াল রাখবেন।
হয়ত টাইপিং মিস হয়েছে
মনির হোসেন মমি
খুব সুন্দর অনুভুতি।
পাহার হতে, পিপরাদের,,,, এ রকম বানানে আরো কিছু আছে।লেখার আরো একবার দেখে নেবেন।যদিও আমারও ভুল হয়ে প্রচুর।
আরজু মুক্তা
অনুভূতিকে নাড়া দিলো। দারুণ হয়েছে।
আকবর হোসেন রবিন
‘খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেকখানি বদলে গেছ।’
আপনার লেখাটা পড়ার পর কানের মধ্যে মান্না দে’র গানটা বাজতেছে,
নিতাই বাবু
মনে পড়ে গেল আমার সেই পছন্দের গানটি। যেই গানটি এখনো আমি শুনি!
মোহাম্মদ দিদার
কোনটা দাদা??
নিতাই বাবু
লিংক দেওয়া আছে। আমার লেখার মাঝে স্পর্শ করলেই বুঝতে পারবেন, গানটা শুনতেও পারবেন।
চাটিগাঁ থেকে বাহার
বানানাঃ
ভূল= ভুল
আমি ই= আমিই
যত টুকুন= যতটুকুন
তেমার= তোমার
পাহার= পাহাড়
পিপরা= পিপড়া
ঝর্না= ঝরনা
স্রতে= স্রোতে
জখন= যখন
অশ্র গরালে= অশ্র গড়ালে
কাদছো= কাঁদছো
পাষন্ড= পাষণ্ড
করুনা= করুণা
আকঙ্কা= আকাঙ্খা
তকমটা= তকমাটা
পূর্ণরুপে= পূর্ণরূপে
ছেরে= ছেড়ে
আমি জানি ব্যস্ত থাকলে, টেনশনে থাকলে লেখায় বানান ভুল হয়। আমার হয় সবচেয়ে বেশী। আমার লেখার বানানগুলো এভাবে কেউ ধরিয়ে দিলে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবো।
আপনার জন্য শুভ কামনা। বানানগুলো খাতায় কয়েকবার লিখে লিখে প্রেকটিস করলে অবশ্যই আস্তে আস্তে কমে আসবে।
জিসান শা ইকরাম
চাটিগাঁ থেকে বাহার, ধন্যবাদ আপনাকে,
এমন ভাবে বানান ভুল দেখিয়ে দেয়া একজন সহ ব্লগারের সবচেয়ে বড় দায়িত্ব।
মোহাম্মদ দিদার
কৃতজ্ঞতা কবিবর
সাখিয়ারা আক্তার তন্নী
আমি ভুল করে ভেবে নিলাম, আমিই একমাত্র অধিপতি,
এই ভাবনাটা মনে হয় সব চাইতে বেশি পুড়ায়।
মোহাম্মদ দিদার
খুব খুব….
জিসান শা ইকরাম
প্রেমে পড়লে গাধাই হতে হয় মনে হয় 🙂
ভালো লেগেছে।
ফেইসবুকে আপনিই কি ল্যাম্পপোস্ট? ল্যাম্পপোস্ট নামটা কিন্তু ব্লগীয় একটু সুন্দর নাম 🙂
শুভ কামনা।
মোহাম্মদ দিদার
জি, আমি-ই ল্যাম্প পোস্ট