* প্রতিশ্রুতি _
– ভাইয়া জমি কিনবে?
= এতদূর? জমির দেখাশোনা কে করবে?
– আমি আছি না? তোমার জমির দেখাশোনা আমিই করবো। যতদিন না ঘরবাড়ি তৈরি করবে ততোদিন আমি তোমার জমিতে সব্জির চাষ করবো। জমিটা খুব ভালো। কিনে রাখো। আমি তোমার টাকা লেনদেন, কাগজ পত্র সব রেডি করে দিবো। তোমাকে কষ্ট করে এখানে আসতে হবেনা।
= আচ্ছা। সব তোর হাতে ছেড়ে দিলাম। তুই যা ভালো মনে করিস কর। তোর উপর আমার বিশ্বাস আছে।
– জমি কিনে শুধু রেখে দিলে ভালো লাগবেনা ভাইয়া। কিছু টাকা পাঠাও, দুই-আড়াইশো গাছ লাগিয়ে দিবো। তাহলে জমিতে আলাদা বাউন্ডারি দিতে হবেনা।
= আচ্ছা, পাঠাচ্ছি। তোর ভাবির ফল গাছ বেশি পছন্দ। পারলে বেশি করে ফলের গাছ লাগিয়ে দিস।
– ভাইয়া, জায়গার দলিল হয়ে গেছে। তোমাদের জামাই ভুলে তোমার বদলে নিজের নামে দলিল করে ফেলেছে। তুমি একটা সাইন করে দিয়ে যাও। নয়তো এটা নিয়ে আমার সংসারে ঝামেলা হবে।
= গাছ লাগানোর সমস্ত টাকা তোর ভাবির ছিলো। ও গাছ পছন্দ করে, তাই ওর জমানো টাকাগুলো সব গাছ লাগানোর জন্যে দিয়ে দিয়েছে। তাকে কি জবাব দিবো?
– ভেবোনা। ভাবির টাকা মানেতো তোমারই টাকা। ভাবির একাউন্ট নাম্বার দাও। কিছু পাঠিয়ে দিচ্ছি।
= তুইতো ওর খরচের অর্ধেক টাকাও দিলিনা। আর আমার সাথে ওয়াদা করেছিলি আমার জমি, গাছ সব দেখে রাখবি।
– শোনো ভাইয়া, তুমিও ওয়াদা করেছিলে, বোনের সংসারে যখন যা দরকার সাধ্যমতো দিবে। আজ তোমাদের জামাই নাহয় তোমার জমিটা নিজের করে নিয়েছে, তাই বলে এমন করছো?
* প্রেম_
– মিস ইউ ফাগুন
= মিস ইউ টু নদী
– তাহলে দেখা দাওনা কেন? আমিতো তোমায় না দেখে থাকতে পারিনা।
= আমি ফাগুন, ঋতুর আবর্তে বাধা। বসন্ত-ক্ষণ ছাড়া দেখা করি না,
– হ্যা, তুমি ফাগুন। তোমার আগমন শুধুই বসন্তে। আমি নদী, তাইতো সকল বাধা পেরিয়ে ছুটে আসি তোমার তরে..
* স্বপ্ন_
– একদিন তোমাকে মেঘের দেশে নিয়ে যাবো জানু। আকাশে উড়তে থাকা মেঘ নিয়ে তোমার গালে ছোঁয়াবো।
= কিন্তু তাহলেতো অনেক উঁচুতে চড়তে হবে জাদু…
– হ্যা, চড়বো। আমাদের দেশেই এমন পাহাড় আছে। চুঁড়ায় মেঘ ভাসে। তোমায় নিয়ে সেখানে যাবো।
= আচ্ছা যেও। আগে তুমি সুস্থ হও জাদু। তুমি সুস্থ হয়ে গেলেই তোমার স্বপ্ন পুরণ হবে।
– জানু, এই স্বপ্ন শুধু আমার নয়। আজ থেকে তুমিও এই স্বপ্ন নিজের করে নাও। দুজনের দেখা স্বপ্ন কখনো অপুর্ন থাকেনা..
২৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
জীবনের গল্প এমন?
কত নির্বিকার ভাবে অন্যের টাকায় নিজের নামে জমি করে নেয় মানুষ!
আমার আমেরিকা প্রবাসী এক বন্ধুর পাঠানো টাকায় তার সমন্ধি একটা ইন্ডাষ্ট্রি করেছে নিজের নামে। আর বন্ধু দেশে এসে তার টাকায় প্রতিষ্ঠিত ইন্ডাষ্ট্রি দেখতে যায় গেস্ট হিসেবে।
অন্য দুটো গল্পের মন্তব্য নিয়ে পরে আসছি।
সাবিনা ইয়াসমিন
যার টাকা যায় সে পরবর্তি সময়ে উপার্জনের মাধ্যমে ভুলে যেতে সক্ষম হয়, কিন্তু যার বিশ্বাস চলে যায় তা আর ফিরে আসে না। জীবনের বাস্তব গল্প গুলো এমনই হয়।
এস.জেড বাবু
= তুইতো ওর খরচের অর্ধেক টাকাও দিলিনা। আর আমার সাথে ওয়াদা করেছিলি আমার জমি, গাছ সব দেখে রাখবি।
– শোনো ভাইয়া, তুমিও ওয়াদা করেছিলে, বোনের সংসারে যখন যা দরকার সাধ্যমতো দিবে।
সাধ্যমত আর দেয়া হল কই- এ যে রীতিমত ছিনিয়ে নেয়া।
–
প্রেমে দুজনই হাবুডুবু খাবে বোঝা যাচ্ছে। ওদের জন্য শুভকামনা।
–
স্বপ্ন-
এমন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে,
সুস্থ হলে ভুলে যাবে
আর পরের টা বলতে ইচ্ছে করছে না
কতটা বুঝেছি জানিনা তবে
ভাল লেগেছে ভিষন
সাবিনা ইয়াসমিন
কিছু স্বপ্ন, পূর্ণ হয়ে যায় না দেখেই,
কিছু স্বপ্ন শুধু স্বপ্নেই থাকে। ভোরের আলোয় রাতের সাথে সাথে স্বপ্নটা উড়ে যায়।
সম্পূর্ন টা বুঝে সুন্দর মন্তব্য দিয়ে সব সময় অনুপ্রেরণা দেয়ার জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো বাবু ভাই। এমন আন্তরিকতার জন্যেই লিখতে উৎসাহ পাই।
শুভ কামনা সব সময়ের জন্যে 🌹🌹
ছাইরাছ হেলাল
এ তো আমরা আমরা, ভাই আর বোনের গল্প।
অবশ্য কঠিন বাস্তবতা।
প্রেমটুকু পানসে!
ধুর এত বানিয়ে/ফেনিয়ে বললে হবে না।
মন দেয়া লেখা কৈ?
সাবিনা ইয়াসমিন
প্রেম যদি হয় নদীর সাথে তাহলে ঐ প্রেম পানি-পানিই লাগবে। কি আর করা, পড়তে থাকুন বানানো-মানানো লেখা 🙂
মোঃ মজিবর রহমান
হায়! সম্পদ তুমি কার, কার ভাগ্য বদলাও!
প্রেমে আর মজা নায়, এখনকার প্রেম এ লহজা শরম নাই, তাই প্রেমু নাই।
ওকদিন আকাশ মেঘ আর পাহাড় দেখার ইচক্সহে রইল।
কপালে থাক্লেই হই।
সাবিনা ইয়াসমিন
আকাশ-মেঘের মিতালী দেখার ইচ্ছেটা প্রকট করুন, তাহলেই হয়ে যাবে ভাইজান।
সম্পদ ভাগ্য সবার হয়না, তেমনি কঠিন সম্পর্ক গুলোতেও বেইমানি থাকে।
প্রেম!
দুর্লভ বস্তু, সবাই সফল হয় না।
ধন্যবাদ ও শুভ কামনা ভাই 🌹🌹
মোঃ মজিবর রহমান
ডাসা কথা প্রেম সবার কপালে জোটে না।
প্রদীপ চক্রবর্তী
একদিন তোমাকে মেঘের দেশে নিয়ে যাবো জানু। আকাশে উড়তে থাকা মেঘ নিয়ে তোমার গালে ছোঁয়াবো।
দিদি এই জানু হাঁটু তাহলে…?
সাবিনা ইয়াসমিন
হুম, ঠিক ধরেছো।
জানু তার জাদুর হাটুতে জোর পায় না, তাইতো সুস্থতার অপেক্ষা করে।
লেখা দাও প্রদীপ, অনেক দিন হলো লিখছো না।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
প্রথম গল্প বিশ্বাসঘাতকতা
বোনের প্রতি ভাইয়ের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়েছে অকৃতজ্ঞ বোন। একটি চমৎকার মিষ্টি সম্পর্কের মৃত্যু হয়েছে কিছু টাকার কাছে। ভালোবাসা পরাজিত হয়েছে সম্পদের কাছে। এমন অনেক অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক বোন আছে।
দ্বিতীয় গল্প প্রেম
প্রেমে পড়লে নারীরা নদী হয়ে যায়। ছুটে যায় তার প্রেমিক পুরুষের কাছে। সুন্দর লেগেছে
তৃতীয় গল্প স্বপ্ন
আহা প্রেম করলে মানুষ কত কি যে স্বপ্ন দেখে!
প্রিয়তমাকে মেঘের ভেলায় ভাসিয়ে পর্বতের চূড়ায় নিয়ে যাবে। হাতি কিনে দেবে। গাড়ি কিনে দেবে। আরো কত কি যে কাল্পনিক স্বপ্ন। এ স্বপ্নটুকুও যদি ভালো থাকার ভালো রাখার মাধ্যম হয়। তবে ঠিক আছে এমন সব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখাও দেখানো যায়।
সব মিলিয়ে চমৎকার প্রকাশ।
সাবিনা ইয়াসমিন
বেশ ভালো বলেছো। স্বপ্ন যদি ভালো থাকার জন্যে, ভালো রাখার জন্যে দেখানো হয়, তাহলে ঠিক আছে। তবে স্বপ্ন যদি মিথ্যা দেখানো হয় তাকে ক্ষমা করা যায় না।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
হা হা হা ঐ জমি কেনাটা বেশ মজা লাগল।ওটাই বাস্তব আর সবিই ফাকি।
সাবিনা ইয়াসমিন
আজগুবি দুনিয়ায় ফাঁকি আর বাস্তবতার বড়োই গড়মিল ছোট্ট ভাই।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
গল্পের মধ্যে গল্প। আহা! রুপোলী চমক।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা অবিরত 🌹🌹
জিসান শা ইকরাম
প্রেম:
ফাগুন তাহলে সিজনাল? এক কাজ করা যায়, ফাগুনের নাম পাল্টে বছর করলে কেমন হয়? সারা বছরই দেখা যাবে তাহলে। নারী ও নদী একে অপরের পরিপুরক।
স্বপ্ন:
দুজনের দেখা স্বপ্ন আসলেই অপুর্ন থাকেনা।
এত ছোট ছোট গল্পে মন ভরে না ম্যাডাম।
বড় গল্প চাই।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
নাম বদলানো যেতে পারে, কিন্ত স্বভাব বদলানো যাবে কি? বসন্তে আষাঢ়-বৃষ্টি হয়? অথবা জৈষ্ঠ মাসে হাড় কাঁপুনি শীত ?
চেষ্টা করবো বড় করে লিখতে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এসব যেনো জীবনেরই গল্প। সাংসারিক কিছু ধোঁকাবাজি অনেক পরিবারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
বাকী থাকলো প্রেম! এর জন্য সাত আসমান পাড়ি দেয়া প্রেমিক প্রেমিকাও আছে কিন্তু। সমস্যা হলো নিঃস্বার্থ প্রেমের বড্ড অভাব।
দারুন অনুভাবী লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য সাবিনা আপু।
শুভকামনা ☺
সাবিনা ইয়াসমিন
নিঃস্বার্থ প্রেমের অভাব বলেই হয়তো সবাই এর পেছনে ছুটে। কেউ পায়, আবার কারো কাছে শুধু স্বপ্ন হয়ে থাকে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ তৌহিদ ভাই,
শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
গতকাল টেকনাফ থেকে আসতে গাড়িতে পড়েছিলাম।
মন্তব্য করা হয়নি।
ভালো ছিলো।
সাবিনা ইয়াসমিন
চলতি পথে লেখাটি পড়ার জন্যে ধন্যবাদ বাহার ভাইয়া। আপনার ভালোলাগা টুকু টের পাই অল্পতেই। এভাবেই পাশে থাকুন।
শুভ কামনা 🌹🌹
রুমন আশরাফ
“তুমি ফাগুন। তোমার আগমন শুধুই বসন্তে। আমি নদী, তাইতো সকল বাধা পেরিয়ে ছুটে আসি তোমার তরে..”
বাহ। ভাল লাগলো অনেক।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ রুমন ভাই।
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা 🌹🌹
শাহরিন
গল্পের মতো জীবন না হলেই সবার জন্য ভালো। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
জীবনের ঘটনা নিয়ে গল্প বানানো যায়, কিন্তু জীবনটা গল্পের মতো বানানো যায় না।
ভালোবাসা অবারিত ❤❤