খুচরো গল্প : পর্ব -২

সাবিনা ইয়াসমিন ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৪:১৩:৫৯অপরাহ্ন গল্প ২৭ মন্তব্য

* প্রতিশ্রুতি _

– ভাইয়া জমি কিনবে?

= এতদূর? জমির দেখাশোনা কে করবে?

– আমি আছি না?  তোমার জমির দেখাশোনা আমিই করবো। যতদিন না ঘরবাড়ি তৈরি করবে ততোদিন আমি তোমার জমিতে সব্জির চাষ করবো। জমিটা খুব ভালো। কিনে রাখো। আমি তোমার টাকা লেনদেন, কাগজ পত্র সব রেডি করে দিবো। তোমাকে কষ্ট করে এখানে আসতে হবেনা।

= আচ্ছা। সব তোর হাতে ছেড়ে দিলাম। তুই যা ভালো মনে করিস কর। তোর উপর আমার বিশ্বাস আছে।

– জমি কিনে শুধু রেখে দিলে ভালো লাগবেনা ভাইয়া। কিছু টাকা পাঠাও, দুই-আড়াইশো গাছ লাগিয়ে দিবো। তাহলে জমিতে আলাদা বাউন্ডারি দিতে হবেনা।

= আচ্ছা, পাঠাচ্ছি। তোর ভাবির ফল গাছ বেশি পছন্দ। পারলে বেশি করে ফলের গাছ লাগিয়ে দিস।

– ভাইয়া, জায়গার দলিল হয়ে গেছে। তোমাদের জামাই ভুলে তোমার বদলে নিজের নামে দলিল করে ফেলেছে। তুমি একটা সাইন করে দিয়ে যাও। নয়তো এটা নিয়ে আমার সংসারে ঝামেলা হবে।

= গাছ লাগানোর সমস্ত টাকা তোর ভাবির ছিলো। ও গাছ পছন্দ করে, তাই ওর জমানো টাকাগুলো সব গাছ লাগানোর জন্যে দিয়ে দিয়েছে। তাকে কি জবাব দিবো?

– ভেবোনা। ভাবির টাকা মানেতো তোমারই টাকা। ভাবির একাউন্ট নাম্বার দাও। কিছু পাঠিয়ে দিচ্ছি।

= তুইতো ওর খরচের অর্ধেক টাকাও দিলিনা। আর আমার সাথে ওয়াদা করেছিলি আমার জমি, গাছ সব দেখে রাখবি।

– শোনো ভাইয়া, তুমিও ওয়াদা করেছিলে, বোনের সংসারে যখন যা দরকার সাধ্যমতো  দিবে। আজ তোমাদের জামাই নাহয় তোমার জমিটা নিজের করে নিয়েছে, তাই বলে এমন করছো?

 

* প্রেম_

– মিস ইউ ফাগুন

= মিস ইউ টু নদী

– তাহলে দেখা দাওনা কেন?  আমিতো তোমায় না দেখে থাকতে পারিনা।

= আমি ফাগুন, ঋতুর আবর্তে বাধা। বসন্ত-ক্ষণ ছাড়া দেখা করি না,

– হ্যা, তুমি ফাগুন। তোমার আগমন শুধুই বসন্তে। আমি নদী, তাইতো সকল বাধা পেরিয়ে ছুটে আসি তোমার তরে..

 

* স্বপ্ন_

–  একদিন তোমাকে মেঘের দেশে নিয়ে যাবো জানু। আকাশে উড়তে থাকা মেঘ নিয়ে তোমার গালে ছোঁয়াবো।

= কিন্তু তাহলেতো অনেক উঁচুতে চড়তে হবে জাদু…

– হ্যা, চড়বো। আমাদের দেশেই এমন পাহাড় আছে। চুঁড়ায় মেঘ ভাসে। তোমায় নিয়ে সেখানে যাবো।

= আচ্ছা যেও। আগে তুমি সুস্থ হও জাদু। তুমি সুস্থ হয়ে গেলেই তোমার স্বপ্ন পুরণ হবে।

– জানু, এই স্বপ্ন শুধু আমার নয়। আজ থেকে তুমিও এই স্বপ্ন নিজের করে নাও। দুজনের দেখা স্বপ্ন কখনো অপুর্ন থাকেনা..

৯০৩জন ৬১০জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ