“খাবো”

গালিবা ইয়াসমিন ২ জুন ২০১৮, শনিবার, ১১:২৪:২৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

-গালিবা ইয়াসমিন

আজ আমি খাবো,
 মাছ খাবো না ফরমালিন খাবো,
 ফল-সব্জীতে দেওয়া রং খাবো,
 মরা মুরগী খাবো, নকল চাল খাবো,
 খাবো আমি সব খাবো।
 নকল ডিম খাবো, জেলি ভরা চিংড়ী খাবো,
 দীর্ঘ দিনের ক্ষুধার্ত আমি,
 হোটেল-রেস্তরার বাসি খাবার খাবো,
 সপ্তাহের পর সপ্তাহ পুরনো তেলের ভাঁজা পোঁড়া খাবো।
 আজ আমি খাবো,
 সাধারণ খাবার খেয়ে পেট ভরবে না আমার,
 অনেক দিনের ক্ষুধার্ত আমি,
 তাই আজ ভেজাল খাবো,
 পেট ভরার জন্য বিষও খাবো।
 -গালিবা ইয়াসমিন
 (৩০/০৮/২০১৭)
৫০৫জন ৫০৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ