আজ আমি খাবো, মাছ খাবো না ফরমালিন খাবো, ফল-সব্জীতে দেওয়া রং খাবো, মরা মুরগী খাবো, নকল চাল খাবো, খাবো আমি সব খাবো। নকল ডিম খাবো, জেলি ভরা চিংড়ী খাবো, দীর্ঘ দিনের ক্ষুধার্ত আমি, হোটেল-রেস্তরার বাসি খাবার খাবো, সপ্তাহের পর সপ্তাহ পুরনো তেলের ভাঁজা পোঁড়া খাবো। আজ আমি খাবো, সাধারণ খাবার খেয়ে পেট ভরবে না আমার, অনেক দিনের ক্ষুধার্ত আমি, তাই আজ ভেজাল খাবো, পেট ভরার জন্য বিষও খাবো। -গালিবা ইয়াসমিন (৩০/০৮/২০১৭)
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালো বলেছেন আমাদের অগ্নিভক্ষন করা পেট সব খাবো।
গালিবা ইয়াসমিন
হা , ভেজাল খেতে খেতে এখন আর ভালো কিছু পেটে যাবে না 🙂
মোঃ মজিবর রহমান
ঠিক।
খসড়া
খাব খাব কর কেন এসো বসো আহারে।
গালিবা ইয়াসমিন
ফরমালিন দিন খাবো
:p \|/
জিসান শা ইকরাম
ভেজাল ব্যাতীত কোনো খাবার নেই আর দেশে,
ভেজালই খেতে হবে।
ভালই লিখেছেন।
শুভ কামনা।
গালিবা ইয়াসমিন
জী , ধন্যবাদ 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হোক প্রতিবাদ
কবিতায়
গানে
গল্পে………….
ভাল লিখেছেন -{@ (y)
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
তৌহিদ ইসলাম
সবার বোধোদয় হোক,সুন্দর প্রকাশ
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
অপার্থিব
আজকাল বিষেও নাকি ভেজাল থাকে, ঠিক মত কাজ করে না!! ভাল লিখেছেন।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
নীলাঞ্জনা নীলা
খাবো, খাবো, সব খাবো
খাঁটি খাদ্য কোথায় পাবো?