তোদের নিউরন গুলোতে ঝাঁঝালো আঁশটে গন্ধ
চকলেট হয়ে গলে পরে,
পূর্ব পুরুষের বায়বীয় শরীরের লোমকূপ বেয়ে।
তিন পুরুষের মহাকাব্যে
কাক চেটে নেয় রস,
সাদা হাগু বেয়ে পরে তোদের কালো মাথায়।
বাতাস,মাটি আর জলের
আলাপ চারিতায়,
শবদেহ গিলে খাওয়ার
দায় নিলো মাটি।
নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে
মস্তিষ্কের পাতিলে।
আলু সেদ্ধ হলে মেনে নেই
রান্না হলো উনুনের গোস্ত।
বিরিয়ানির গন্ধ গিলছে
মাটির শরীর।
সেদ্ধ মাংসের মিছিলে
অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।
১৩টি মন্তব্য
মোহাম্মদ আলী
সেদ্ধ মাংসের মিছিলে
অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।
লাইন গুলো দারুছিলো।
ভালোবাসা রইল
নাজমুল হোসেন নয়ন
ভালোবাসা নিস
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জটিল এবং দুর্বোধ্য আমার কাছে। ভালো থাকবেন।
নাজমুল হোসেন নয়ন
শুভাচ্ছা,নিবেন ভাই
আরজু মুক্তা
এখন শুধু মানুষ নিজের মাংস নিজেই খাওয়া বাকি
নাজমুল হোসেন নয়ন
নতুন লেখার উপাদান পেলাম।শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার লাগলো। নিজেকেই রান্না করে খাওয়া বাকী রইলো। ক্ষুধার্ত মানুষ হিংস্র হয়ে ওঠে তখন তার নিজের শরীরকেই খাদ্য মনে হয়। শুভ কামনা রইলো
নাজমুল হোসেন নয়ন
আপনার জন্যও শুভ কামনা,রইল
ফয়জুল মহী
পাঞ্জল শব্দের গাঁথুনি।
নাজমুল হোসেন নয়ন
ধন্যবাদ ভাই
খাদিজাতুল কুবরা
প্রাসঙ্গিক কবিতা,
খুব সুন্দর লিখেছেন।
হালিম নজরুল
নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে
মস্তিষ্কের পাতিলে।
—————দারুণ কাব্যিক কথা।
মোহাম্মদ আলী
শুভেচ্ছা জানবেন ভাই