ক্ষুধা

নাজমুল হোসেন নয়ন ২৮ জুন ২০২০, রবিবার, ০৫:১০:৩৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

তোদের নিউরন গুলোতে ঝাঁঝালো আঁশটে গন্ধ

চকলেট হয়ে গলে পরে,

পূর্ব পুরুষের বায়বীয় শরীরের লোমকূপ বেয়ে।

তিন পুরুষের মহাকাব্যে

কাক চেটে নেয় রস,

সাদা হাগু বেয়ে পরে তোদের কালো মাথায়।

বাতাস,মাটি আর জলের

আলাপ চারিতায়,

শবদেহ গিলে খাওয়ার

দায় নিলো মাটি।

নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে

মস্তিষ্কের পাতিলে।

আলু সেদ্ধ হলে মেনে নেই

রান্না হলো উনুনের গোস্ত।

বিরিয়ানির গন্ধ গিলছে

মাটির শরীর।

সেদ্ধ মাংসের মিছিলে

অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।

 

৪২৯জন ৩৫৯জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ