ক্ষত

মোঃ মজিবর রহমান ১ জানুয়ারি ২০২২, শনিবার, ০৮:০৫:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত
প্রচন্ড টগবগে রক্ত তোমারি জন্যরে
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে।
তুমিহীনা পাজোর ভেঙ্গে তছনছ সখা
ধরায় নিষঙ্গ বন্ধ দুয়ার কষ্ট ভেলা
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত।

ছবি নেট থেকে গৃহিত।

১৩৯০জন ১২৭৮জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ