
পথিক চলেছে একা ব্যস্ত দু’পায়ে
চলনে সয়ে সে আলো আঁধারের খেলা,
যেন এ তাড়ন সবই জনমের দায়ে
তবু দ্যাখে আরবারে পিছু ফিরে বেলা।
ক্লান্তির ভারে দেহ ক্ষয়ে যাওয়া বাড়ি
থাকতে চায় না মনে সজীবতা আর,
প্রীতি বাঁধনে দিতে বিশ্বাসে পাড়ি
নব আশে তবু খুলে ব্যাকুলে দুয়ার।
যতোই মনন থাক স্বপ্নের ক্ষেতে
উছল খুশিতে ঢেকে চলতি ক্ষরণ,
দিনে দিনে জমে থাকা অবসাদ মেতে
বেলা শেষে ঠিকই নিবে কেড়ে সে রণন।
অঙ্কুরী আশা গেলে অবশেষে হেরে,
কখনো উঠে কি চারা বীজ থেকে বেড়ে!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৯টি মন্তব্য
ত্রিস্তান
চমৎকার একটি চতুর্দশপদী কবিতা। তবে পূর্ণাঙ্গ সনেট হয়ে উঠেনি। চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্য পড়ে মনে হলো
প্রিয় ব্লগার হয়তো সনেটে যথেষ্ঠ বিজ্ঞ।
অনুগ্রহপূর্বক ধরিয়ে দেন দেখি ‘কেন এটা পূণাঙ্গ সনেট নয়’!
লিখেছি তো আমি, দেখি পারি কি না আপনার দেয়া যুক্তি খন্ডন করতে।
নিরন্তর শুভ কামনা রইল আপনার জন্য আর আশায় রইলাম আপনার উত্তরের।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর সনেট কবি দা অনেক শুভেচ্ছা রইল
বোরহানুল ইসলাম লিটন
অশেষ আন্তরিক ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
আশা নিঃশেষ হয়ে গেলে নতুন করে কিছুই সৃষ্টি হয় না। পথিক থেমে গেলে গন্তব্য-ও সেখানেই শেষ হয়।
ভালো লাগলো কবিতাটি।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
শেষের দুই লাইনেই মূল বক্তব্য প্রকাশ পেয়েছে।
আশা নিরাশার দোলাচলে আমরা। তবুও নতুন পথ খুঁজে চলি।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আমি কবিতা কম বুঝি। তাই হয়তো ঠিকঠাক মন্তব্য দেয়া যায় না। অঙ্কুরেই যদি সব শেষ হয় তাহলে তো আর সম্ভাবনা থাকে না কোনকিছুর।
শুভ কামনা। এমন কবিতা আরও লিখুন।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদান্তে নিরন্তর শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার কাছে কঠিন আর জটিল মনে হচ্ছে।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা।
হালিমা আক্তার
পথিক কখনো থামে না। নতুন করে তৈরি করে নেয়।
শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ক্ষণিক পথের পথিক আমরা সকলে । অঙ্কুরেই স্বপ্ন ভেঙে গেলে কোনো কিছু থেমে যায় না কিন্তু বেসুরো হয়ে যায় জীবনমঞ্চ। ভাঙ্গা গড়া নিয়েই পথিক চলার পথ বের করে নেয়। অফুরন্ত শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ফারজানা আক্তার
অনেক সুন্দর
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।