ক্লাস

সঞ্জয় মালাকার ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ০২:৩১:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ক্লাস

জীবন একটা ক্লাস রুম, আর
সময় হলো একজন টিচার,
জীবন তো সব কিছু দেখায়,
সত্য মিথ্যে,বাস্তব অবাস্তব
শুধু সময় পরিবর্তন করে মানব চিত্র!

শুধু বদলে যাওয়া জীবনে…..সময়ই
জ্ঞানের আলো হয়ে দাঁড়ায়,
বদলে দেয় জীবন চিত্র….
যেমন টা শৈশব কেটেছিলো ক্লাস রুমে
আর শিক্ষা দিয়েছিলো সময়।

আজ সেই শিক্ষা জ্ঞান
সময় উপযোগী হয়ে আস্হা জাগায়,
দেখিয়ে দেয় সত্য পথ,।
জীবন্ত রথে এই ক্লাসই ছিলো মোহত!

ধন্যবাদ,, ভুল হলে ক্ষমা করবেন।

১৩২৭জন ১২৩২জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ