ক্যামোন আছো সোমদত্তা ?
চিরকালের মত মুখচোরা তোমাকেও আজকাল মাঝরাতে ফেইসবুক হোমপেজ দেখিয়ে দিয়ে বলে- দেখুন তো চিনতে পারেন কিনা!
আমি উঠে বসি। ঢকঢক করে পানি খাই। ভাবতে বসি। আমিতো তো তোমাকে চিনতাম না? তোমার শরীরে খুব গোপনে যে পুঁজিবাদী সম্রাজ্য গড়েছিলে তাকেও আমি ঠিকঠাক চিনতাম। তোমার শরীরঘেষা শাদা এলসেশিয়ানটা তোমার উষ্ণতা চুরি করে যাচ্ছে তুমি টের পাচ্ছনা… তাকে আমি ইর্ষা করি। আমি সারারাত ইর্ষান্বিত হই। মিনারেল ওয়াটারের বোতল না খুলে স্কচের বোতল খুলে বসি।
তোমার ছবিটার পেছনের দিকটায় সবুজ দেখে শীত, আদ্রতা, তোমার হাতে বৃষ্টি ধরার পর যেমন হিম হয়ে আসতো তেমনটাই হাওয়া জেঁকে বসে। আমি সারারাত ঘুমাতে পারিনা। ফায়ারপ্লেসের সামনে না বসে বুর্জোয়া চিমনীর পাশে গিয়ে দাড়াই।
আচ্ছা তোমাদের ওখানে ঘাসফুল ফোটে? ঘাসফুল তোমার প্রিয় ছিলোনা? ঋতুবদল হয় ক্যানাডায়? দূর কোন মফস্বলে দুর্বিনিত কার্পাস ফেটে পড়ে?
………………………
রি
খুলনার কোন এক মধ্যবিত্ত দুপুরে।
বৈশাখ ২৩…১৪২৪
৩৮টি মন্তব্য
সঞ্জয় কুমার
রি
টাইপিং মিসটেক নাকি বুঝতে ভুল করলাম ?
আপনার নামটা অদ্ভুত
তেলাপোকা রোমেন
জ্বী। রি। টাইপিং মিসটেক নয়।
আমার প্রেমিকা আমাকে রি বলে ডাকে 🙂
ধন্যবাদ। শুভকামনা রইল।
জিসান শা ইকরাম
স্মৃতি তুমি বেদনা।
ছোট সুন্দর স্পষ্ট একটি চিঠি (y)
তেলাপোকা রোমেন
জিসান ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর মূল্যায়নের জন্য 🙂 -{@ -{@
আগুন রঙের শিমুল
:D)