
মরুর প্রান্তরে নগ্ন পায়ে হেঁটে যায়
আগুন্তক কোনো নবীণা .!!
প্রীতি বৃক্ষ দেখে ক্লান্ত দেহে দাঁড়ায়..
ছায়া কভু পায় না, ……………|
মরু মাঠে রুদ্র প্রখরে একা একা..
পদ্ম হাঁসি হেঁসে হেঁসে..
ছবি আঁকে,গায় গান ,আপন মনে..
প্রীতি বৃক্ষ তলে বসে……….!!
আজিকার ছবি গান,কোনো এক নবীণা
করে গেছে দান………
বসন্তের আগমনে জাগাতে শাখা..
বৃক্ষের দেহে নব প্রাণ .. ……….|
মরু পথ ধরে হেঁটে চলেছে সে..
অচেনা কোনো দিগন্তে ..
রবি নিবে বিদায়,আঁধার নামিবে ধরায়..
দিবসের শেষান্তে… ………..|
প্রীতি বৃক্ষ তলায়,কোনো এক নবীণার
রয়েছে স্মৃতির অধ্যায়,
বৃক্ষে নাই পাতা,বসন্তের ফুল ফল গুঞ্জন
কেমনে তা শোভা পায়…………|
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নবীনাকে নিয়ে লেখা কবিতা খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কাননা
সাবিনা ইয়াসমিন
এই নবীণার বসত কই?
সে কি কোন নদীর পাড়ে থাকে, নাকি পাহাড়ের গহীন গুহায়? ঠিকানা দিন, তাকে এক নজর দেখতে চাই 🙂
কামরুল ইসলাম
সে তো থাকে গহীনে, অন্তপুরে, কল্পরাজ্যে, কবিতার খাতায়,
অহর্নিশি বিচরন তাহার, উপমার ধারায়,
খুঁজতে গেলেই যায় না পাওয়া,
সে যে এক উতালা হাওয়া ।
ধন্যবাদ আপু,
আগে আমি খুঁজে পাই,
তারপর আপনার সাথে সাক্ষাৎ করাবো ।
অনেক শুভ কামনা আপনার জন্য
ফয়জুল মহী
চমৎকার কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপায়ন বড়ুয়া
আজিকার ছবি গান,কোনো এক নবীণা
করে গেছে দান………
বসন্তের আগমনে জাগাতে শাখা..
বৃক্ষের দেহে নব প্রাণ .. ……….|
মন ছুয়ে গেল আপনার কবিতাখানা
আপনার জন্য আমার শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা আপনার জন্য
এস.জেড বাবু
এই সাদা বরফে শীত টিক লাগে না ?
নবীনার অভিযাত্রা ভালো লেগেছে।
দারুন
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
অন্বেষা চৌধুরী
বাহ্ দারুণ লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
ইসিয়াক
নবীনাকে নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে।
শুভকামনা্
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা