তিনি এসেছেন লাল-সবুজের বিজয়ী’র বেশে
এসেছেন জাতীয় পতাকা মাথায় জড়িয়ে
এসেছেন পুরস্কার নিতে, ষোলকোটি মানুষের হয়ে।
বলেছেন, এ জয় আমার দেশের মুক্তিযোদ্ধার
এ জয় আমার দেশের খেটে খাওয়া মানুষের
যারা জয়-পরাজয়ে সমানভাবে সমর্থন যোগায় আমাদের।
স্বাধীনতার মাসে বুকের বাঁ পাশে হাত রেখে বলো তো
এমন আবেগ নিয়ে কেউ কি বলেছে কোনদিন ?
এমন অঝোরে অশ্রুজল কেউ কি ঝরিয়েছে কোনদিন ?
## প্রতীক্ষা এবং শুভকামনা
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ওরা স্বপ্ন দেখাচ্ছে আমাদের
যেন দেব দুত এক একজন
স্বপ্নের চুড়ায় উঠাবে আমাদের।
রিমি রুম্মান
যা দিয়েছে তা-ই বা কম কিসে ? ভাল করবে… ভাল করুক … প্রত্যাশা এবং প্রতীক্ষা 🙂
ব্লগার সজীব
মাশরাফির দেশত্ববোধ অতুলনিয়।স্বপ্ন দেখায় আমাদের বড় কিছু একটা করার।১৯ মার্চের জন্য প্রতীক্ষা এবং শুভকামনা -{@
রিমি রুম্মান
আমি এমন করে কোনদিন কাউকে বলতে শুনিনি। আপ্লুত …
শুন্য শুন্যালয়
মাশারাফি দেশের একজন সূর্যসন্তান। ক্যাপ্টেন্সি থেকে সরে দাড়িয়েছিল, তবুও বিপিএল এর মতো খেলাতেও তাকে ম্যাচ ফিক্সিং এ কেউ জড়াতে পারেনি। একটা টাইটেল জয়ের চাইতে সকল মানুষের আবেগ, ভালোবাসা জয় করা অনেক অনেক বড়। অল দ্যা বেস্ট মাশরাফি বাহিনী। (3 -{@
রিমি রুম্মান
শুভকামনা ওদের জন্যে …
নুসরাত মৌরিন
নাহ্ সত্যি এমন করে কেউ কখনো বলেনি।
এমন করে হাসায়নি কেউ,কাঁদায়নি কেউ।তাই তো হৃদয়ের সবটুকু উজাড় করে ওদের জন্য প্রার্থনা আর শুভকামনা।
রিমি রুম্মান
গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমার দেশের মানুষের প্রার্থনায় আজ ক্রিকেট । শুভকামনা।
ছাইরাছ হেলাল
যা পেয়েছি তাই অনেক।কৃতজ্ঞতা জানাচ্ছি।
রিমি রুম্মান
সবকিছুর পরও আমাদের প্রাপ্তি অনেক…
স্বপ্ন
এমন ভাবে কেউ বলেনি আর।আমাদের অন্যায় ভাবে পরাজিত করা হয়েছে আপু 🙁
রিমি রুম্মান
এই উত্তর যখন দিচ্ছি, তখন কিন্তু অলরেডি আমরা তিন তিনটি ম্যাচ জিতে গেছি পাকিস্তানের সাথে। আমাদের ঠেকিয়ে রাখার সাধ্য কার !!
লীলাবতী
যারা আমাদের স্বপ্ন দেখিয়েছে,তাদের সাথেই আছি আপু আমি আমরা সবাই।
রিমি রুম্মান
আজ পাকিস্তানের সাথে জিতেছে বাংলাদেশ। এমন ভাল আগে কখনো লাগেনি। এক একটি ভাললাগা আগের ভাললাগাকে ছাড়িয়ে যায়। __ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…