কৃষ্ণচূড়ার হাতছানি-১

মুক্তা ইসলাম ৬ অক্টোবর ২০১৯, রবিবার, ১২:৫২:৪৮পূর্বাহ্ন গল্প ৩০ মন্তব্য

সােহিনী খুব তাড়াহুড়া করে পেঁয়াজ কুচি করছেন । এক চুলায় এক পাতিল চাল ফুটছে , অন্য চুলায় মসুরের ডাল ফুটে চুলার উপরে ডালের হলদে ফেনাগুলাে বারবার গরিয়ে পড়ছে। মুহুর্তেই খচ করে সােহিনীর ডান হাতের মধ্যমা আঙ্গুলটি কেটে গেল ধারাল বটির আঘাতে। সােহিনীর আঙ্গুল থেকে ক্রমাগত রক্ত গড়িয়ে পরছে মেঝেতে। সে খুব জোরে জোরে তার স্বামী হাসনাত সাহেবকে ডাকছেন,“ এই শুনছাে! এই শুনছাে! আমার আঙ্গুল কেটে গেছে!” সােহিনীর চিৎকার শুনে তার স্বামী হাসনাত সাহেব দ্রুত ছুটে এলেন হাতে এক বােতল স্যাভলন,তুলার একটা প্যাকেট আর এক পিছ ওয়ান টাইম প্লাষ্টার নিয়ে। কাটা আঙ্গুল নিয়ে স্ত্রীকে মূর্তির মত দাঁড়িয়ে থাকতে দেখে হাসনাত সাহেব মুচকি হেসে বললেন “ এটা কিছু না, ঠিক হয়ে যাবে। ” এই বলে খুব দ্রুত তুলায় স্যাভলন মিশিয়ে রক্তগুলাে পরিষ্কার করে আঙ্গুলের ক্ষত স্থানটিতে প্লাষ্টার করে দিলেন। সােহিনীর ব্যস্তময় চেহারা দেখে হাসনাত সাহেব আবারও মুচকি হেসে তাকে জিজ্ঞাসা করলেন, “ এই তুমি এত ব্যস্ত হয়ে সকাল সকাল রান্না করছাে কেন? আমি তাে সকালে ভাত খাই না। সেটা তো তুমি জানােই! আজও কি তুমি বইমেলায় যাবে নাকি? নাকি আজ মিরপুর যাবে, তােমার বাবার বাড়িতে? মা’কে কি দেখতে খুব মন চাচ্ছে? এই তুমি কথা বলছ না কেন? সােহিনী, সােহিনী! রাগ করেছ আমার উপর? “

১১২২জন ৮০৪জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ