আমি কুকুর পছন্দ করি। আমার প্রিয় ব্রিড জার্মান শেফার্ড। কিন্তু জার্মান শেফার্ড দূরের কথা, দেশী কুকুর পোষাও হয়ে উঠে না। তবে ছোটবেলায় আমাদের বাসায় কুকুর ছিলো, জার্মান না হোক, দেশী কুকুরই সই।
আসুন দেখি একটি কুকুর কিভাবে পৃথিবী দেখে \|/
১) কুকুরের চোখে মানব বর্জ্য 😀
২) কুকুরের চোখে বজ্রপাত -:-
৩) কুকুরকে গোসল করাবেন? দেখেন সে কি ভাবে! (9)
৪) আপনার কুকুর কি যেখানে সেখানে হাগু করে? কারন কি জানেন? :D)
৫) আপনি কোথাও গেলে আপনার কুকুর যেমন ফিল করে! ;(
৬) আপনি ফিরে এলে আপনার কুকুরের যেমন মনে হয়! (3
##ছবিগুলো কলেজ হিউমার সাইট থেকে সংগ্রহীত##
৯টি মন্তব্য
আবু জাকারিয়া
আনন্দ পাইলাম।
প্রিন্স হেক্টর
😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম অনেক দিন পর মজা পেলাম -{@
প্রিন্স হেক্টর
\|/ -{@
লীলাবতী
অনেক মজা তো 🙂
কৃন্তনিকা
কিউট… -{@
প্রিন্স হেক্টর
😀
শুন্য শুন্যালয়
মজার তো 🙂
যে যার মতো করেই ভাবে। কুকুর কুকুরের মতো। ভাগ্যিস পশুপাখিদের কথা আমরা বুঝতে পারিনা 🙂
প্রিন্স হেক্টর
বুঝতে পারিনা বলেই এখনো পৃথিবীতে পশুপাখি আছে, নাহলে আমরা মানুষরা তো কবেই ওদের নিশ্চিহ্ন করে দিতাম 🙁