
আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।
দুমোঠ কথাও হয়নি শুধু চেয়ে থাকার ভাবনাছিল;
পাতার আওয়াজে ঝিরি ঝিরি বাতাসের মতো!
স্রোতের সাথে ঢেউ খেলার মতো কি উচ্ছ্বাস?
অথচ গভীর অতলে অম্লান হয়েছে বাস্তবতার ক্ষণ
এক কৃপনতা মধুরস মৌচাক শূন্য- হাহাকার কণ্ঠ-
তবুও মাটিতে আকড়ে থাকা, বড় বেদনা দায়ক
আকাশ বরাবর মিছিল এখন হয় না- বালুচর শ্মশান।
০৯ মাঘ ১৪২৮, ২৩ জানুয়ারি ২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আশায় বুক বেধে রই, সব দুর্দশা নিপাত হয়ে সকল ব্যাথা-বেদনা দূরীভূত হোক প্রত্যাশা রাখি প্রাণে।
ভালো থাকুন কবি দা।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
বোরহানুল ইসলাম লিটন
বেশ উপলব্ধির উচ্চারণ কবি দা।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিমা আক্তার
কৃষ্ণচূড়ার সময় এখন, আকাশ সেজেছে কৃষ্ণচূড়ার রঙে। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-