কিছু ভাবছি না ভূমি
এই এক জনমে , আমি শুধু তোর কাছে যাবো,!
এ-পৃথিবী তুমি’ই তো জন্ম মৃত্যু
তুমি’ই তো মাতৃ ধর্ম, পিতার স্নেহ,
সামাজিক নিয়মে নীতির একদণ্ড?
বেলার প্রান্তে সকল জীবিত প্রাণীর
আশ্রয় মঞ্চও!
তুমি কবরে দিয়েছ মৃত শরীরের স্হান
শ্মশানে দিয়েছে চিতার স্নান,
তুমি’ই তো নিয়ে যাও সবারে
শত দুঃখ বেদনা মোহিত করে?
আমারে নাওনি কেন…
আর যে পারি না সহিতে,
তোমার দণ্ডিত বিচারে !
এ-পৃথিবী..
ক্ষুধার্ত শরীরে তোমারে নিয়ে’ই খেলি
তোমার বুকে’ই নেই বিশ্রাম!
১৪টি মন্তব্য
নিতাই বাবু
আমাকে ক্ষমা করে দাও হে বাসমতী। আমি সত্যি অপরাধী।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ক্ষমা সব সময় মহৎকর্ম।
মাসুদ চয়ন
দাদা কিছু বানান ভুল এসেছে।সম্পাদনা করে নিন।সমৃদ্ধ ভাববোধ।
সঞ্জয় মালাকার
হুম, দাদা সম্পাদনা করেছি ,
ধন্যবাদ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা।
মনির হোসেন মমি
চমৎকার ভাবার্থ
বানানগুলো ঠিক করলে একদম ১০০ ভাগ দারুণ কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা ।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
শিরিন হক
ভালো লাগলো।বানানে আমিও কাঁচা। তাই মন্তব্য করবোনা বানান নিয়ে।
সঞ্জয় মালাকার
ভুল হয়ে যায় দিদি , তবে এই ভুলের জন্য আপনাদের কাছে কিছু শিখতে পারি।
নতুন নতুন শব্দ বর্ণনা।
তবু চেষ্টা করি, ভালো করার,
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।
প্রদীপ চক্রবর্তী
দারুণ ভাবার্থ দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
ভালো থাকুন সব সময় শুভেচ্ছাঅফুরন্ত।
আরজু মুক্তা
পৃথিবীর ঋণ কি সত্যি শোধ দেয়া যায়?না শুধু বাড়তেই থাকে।।
সঞ্জয় মালাকার
এ- ঋণ শোধ হয়না, সত্যি বলছেন আপু
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
শেষ পর্যন্ত ভূমিই আমাদের গ্রহন করে।
ভালো লিখেছেন
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
মাটি ছাড়া কোন গতি নাই,,
ধন্যবাদ ভাই ভাল থাকুন সব সময়।