কিছু ভাবছি না ভূমি

সঞ্জয় মালাকার ২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ০২:৫০:৫২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কিছু ভাবছি না ভূমি
এই এক জনমে , আমি শুধু তোর কাছে যাবো,!

এ-পৃথিবী তুমি’ই তো জন্ম মৃত্যু
তুমি’ই তো মাতৃ  ধর্ম, পিতার স্নেহ,
সামাজিক নিয়মে নীতির একদণ্ড?
বেলার প্রান্তে সকল জীবিত প্রাণীর
আশ্রয় মঞ্চও!
তুমি কবরে দিয়েছ মৃত শরীরের স্হান
শ্মশানে দিয়েছে চিতার স্নান,
তুমি’ই তো নিয়ে যাও সবারে
শত দুঃখ বেদনা মোহিত করে?
আমারে নাওনি কেন…
আর যে পারি না সহিতে,
তোমার দণ্ডিত  বিচারে !
এ-পৃথিবী..
ক্ষুধার্ত শরীরে তোমারে নিয়ে’ই খেলি
তোমার বুকে’ই নেই বিশ্রাম!

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ