চাঁদের উদয় – আলোর আলিঙ্গন
হৃদয় মাঝে প্রেমের বন্যা
আবেগ ভরা – প্রাণ।
ঘুমের মাঝে – উড়েছিলাম
আকাশ বাগিচায়
স্বপন দেশের আঙ্গিনায়।
[সোনার সাজে – সাজিয়ে মন]
চাঁদের হাতে হাত মিলিয়ে
পাখীর ডানায় উড়ে উড়ে
গভীর ঘুমের – অন্ধকারে
স্বপন ঘুমে জেগে ছিলেম।
জানিনা কখন হারিয়ে গেল
ঝলমলে সেই চাঁদের আলো
ভোরের আকাশ লাল হোল
জীবন আবার ফিরে পেল
জেগে উঠার গান। -{@
৩টি মন্তব্য
আদিব আদ্নান
মন্তব্যের উত্তর না দিলে হপে না ।
জিসান শা ইকরাম
ভালো হয়েছে ।
দুই লাইনের মাঝের স্পেস খুব বেশী । চোখে বাধে ।
খসড়া
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
মন ছিল মনেরই ছায়াতে
সব ভাল লাগছিল চন্দ্রিমায়
খুব কাছে তোমাকে পাওয়াতে।