কাল রাতে

বিমান ১৭ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:২১:০০পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

চাঁদের উদয় আলোর আলিঙ্গন    

হৃদয় মাঝে প্রেমের বন্যা                                                             

আবেগ ভরা প্রাণ

ঘুমের মাঝে – উড়েছিলাম    

আকাশ বাগিচায়

স্বপন দেশের আঙ্গিনায়।  

[সোনার সাজে – সাজিয়ে মন]

চাঁদের হাতে হাত মিলিয়ে

পাখীর ডানায় উড়ে উড়ে     

গভীর ঘুমের – অন্ধকারে   

স্বপন ঘুমে জেগে ছিলেম

জানিনা কখন হারিয়ে গেল

ঝলমলে সেই চাঁদের আলো  

ভোরের আকাশ লাল হোল

জীবন আবার ফিরে পেল   

জেগে উঠার গান।       -{@

৫৪০জন ৫৪০জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ