কাপুরুষ

শামীম চৌধুরী ২৪ আগস্ট ২০২০, সোমবার, ০৭:৪২:১৪অপরাহ্ন ছড়া ২০ মন্তব্য

ফেসবুকে ভাইরাল হওয়া একটি সমসাময়িক ঘটনার উপর #ছড়াটি লেখা। 

দেশে এবার
নতুন শোর
মা ও মেয়ে
গরু চোর।

গ্রামের চেয়ারম্যান
খায়েশ মিটাবেন
দিলেন কু-প্রস্তাব
মেয়ের প্রত্যাখান।

পরে জাগলো খায়েশ
করবে তারে বিয়া
স্বর্ণ-অলংকার দিয়া
তাতেও গললো না চাল
এবার মিটাবে তার ঝাল।

মামলা করলো দায়ের
এরা গরুচোর গাঁয়ের
বাঁধলো দড়ি কোমরে
টেনে নিলো খোয়ারে।

বাঁশ তলায় বসে
মুচকি মুচকি হাসে
এবার বুঝবে ঠ্যালা
চেয়ারম্যানের খেলা।

বেটা একখান কাপুরুষ
নারী পেলেই হয় বেঁহুশ
ডিজিটাল বাংলাদেশ
কবে হবে তার শেষ।

ছিঃ চেয়ারম্যান ছিঃ
নেই কি তোর মা-ঝি?

ছবিঃ সংগ্রহ।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ