কল্পবিলাসী

হৃদয়ের স্পন্দন ১৪ ডিসেম্বর ২০১৪, রবিবার, ০১:৪৪:৫২অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

আমি খালি চোখে আকাশ দেখি
আকাশের অগুনিত তারা গুনে জাগি রাত
এ পর্যন্ত ন”হাজার তারা আমার
চোখে ধরা পড়েছে
ধরা পড়েছে তাদের প্রেম আর জৈবিক সঙ্গম
কাহিনী।
আমি সমুদ্রের ঢেউ গুনি,
তাদের তিব্র কষ্টে ভেসে আসা সে ঢেউ
বেদনায় রুপ নেয়!
আছড়ে পড়ার আগে আমার কর্ণে ফিসফিস
করে কষ্টের কথা বলে,
তারপর মিশে যায় বালির বুকে…
কিন্তু পাষাণ সাগর দিন শেষে ভাটির টানে,
টেনে নেয় বুকের মাঝে ,
অনেকটা অত্যাচার করার পরে হয়তো মুক্তি দেয়
শুধু তোমার থেকে আমার মুক্তি মেলেনি!!
আমি দেখেছি পৃথিবীর চোখে
তিব্র ঘৃনা নিয়ে তোমাদের বিচরণ করতে দেয়
তার বুকে,
সহ্যের সে বাধ ভাঙ্গে প্রকৃতি,
জলোচ্ছাস, ভুমিকম্প হারিকেন সাইক্লোন তার ই
প্রতিশোধের আগুন”””
শুধু আমি সহ্যের সীমা হারাইনি
ভালোবেসে তোমায় ধরে রাখি
তোমার চোখে যে ঘৃণার বসতি
সে আমার চোখে ভালোবাসার স্থপতি

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ