কলকাতা বইমেলা

অরুণিমা মন্ডল দাস ১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ১১:০১:০৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

উচ্চস্বরে বিক্রেতাদের ডাকে
কোকিল আর বাসের ছাদে বসে থাকা কাক
টাইমকল খুঁজছে
কবিরা বই!
নামের দুদিক চিৎকার মধ্যিখানে দীর্ঘশ্বাস
প্লাশ মাইনাস বোনাস বসে থাকা
নাম থাকলে বই য়ের অবাধ চলন
কেউকেটা লাউডগা সাপ দুলছে
তরুন লেখক
হয় বাস্তব দেখে চুপ
না হয় কাদা মেখে জোরে জোরে হাসো
আবৃত্তি করো
গলা পিঠ জুতো সিনিয়রদের সবকিছু ধরে সেলফি
মোবাইল ফোন ছুটছে
আ্যন্টিভাইরাস আর ভালোবাসছে না
সবাই ভাইরাসের বদনামি দেখে, সফটওয়ারের টানগুলো দেখে না—¡

—————
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ