উচ্চস্বরে বিক্রেতাদের ডাকে
কোকিল আর বাসের ছাদে বসে থাকা কাক
টাইমকল খুঁজছে
কবিরা বই!
নামের দুদিক চিৎকার মধ্যিখানে দীর্ঘশ্বাস
প্লাশ মাইনাস বোনাস বসে থাকা
নাম থাকলে বই য়ের অবাধ চলন
কেউকেটা লাউডগা সাপ দুলছে
তরুন লেখক
হয় বাস্তব দেখে চুপ
না হয় কাদা মেখে জোরে জোরে হাসো
আবৃত্তি করো
গলা পিঠ জুতো সিনিয়রদের সবকিছু ধরে সেলফি
মোবাইল ফোন ছুটছে
আ্যন্টিভাইরাস আর ভালোবাসছে না
সবাই ভাইরাসের বদনামি দেখে, সফটওয়ারের টানগুলো দেখে না—¡
—————
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আ্যন্টিভাইরাস আর ভালোবাসছে না
সবাই ভাইরাসের বদনামি দেখে, সফটওয়ারের টানগুলো দেখে না—¡
বই পড়িনা টিভি দেখি
মাঝে মাঝে ভাললাগেনা দিদি
অরুণিমা মন্ডল দাস
একদম দাদা ! কেমন আছেন সবাই
🙂
মোঃ মজিবর রহমান
ভালো দিদি আপনি ভাল আছেন?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চলমান বই সম্পর্কিত বলা যায় রম্য।লেখা ভালল হয়েছে -{@
অরুণিমা মন্ডল দাস
(3
ইঞ্জা
দারুণ লিখলেন দিদিভাই, মোহিত হলাম।
অরুণিমা মন্ডল দাস
(3
ইঞ্জা
-{@