
জ্বালিস মা তুই কুপির আলো
তাতেই আমি থাকবো ভালো
যতোই আঁধার হোক জমে নির্দয় –
করবো না আর লোড-শেডিং এর ভয়!
স্নিগ্ধ ধারা যায় যদি আজ অনেক দূরে চলে,
উঠবে জানি ভ্যাপসা গরম ভীষণ দাপে জ্বলে।
তালপাখা তুই দিস এনে মা
রুখবো ওদের দাপ দামামা
চক্রহারে ছুঁড়তে বাতাস হোক কিছু বল ক্ষয় –
করবো না আর লোড-শেডিং এর ভয়!
তালহীনা ঘাম গভীর রাতে নিদ্রা নিলে টুটে,
ডুব দিতে মা নদীর জলে না হয় যাবো ছুটে।
দূর গগনে উঠলে শশী
জ্যোৎস্না এ গায় মাখবো বসি
যাক তাতে মা গান গেয়ে রাত পাবোই ভাঁড়ে জয় –
করবো না আর লোড-শেডিং এর ভয়!
ছবিঃ নেট থেকে।
১০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
মানুষ সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। এ জন্যই জগতের শ্রেষ্ঠ খেতাব মানুষের দখলে। আমাদের ছোটবেলা কেটেছে হ্যারিকেন, চেরাগের আলোয়। জোছনার রাতগুলি উঠোনে মাদুর পেতে। দিনগুলো ইলেক্ট্রিসিটি পাওয়া দিনের চেয়ে খারাপ ছিলোনা।
সুন্দর কবিতা লিখেছেন প্রাসঙ্গিক বিষয়ে।
বোরহানুল ইসলাম লিটন
গঠনমূলক মন্তব্যে অতিশয় তৃপ্ত হলাম আপু!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম সতত আন্তরিক।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
লোডশেডিংয় নিয়ে চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
অবস্থা যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে অতীতের জীবন যাপনেই অভ্যস্ত হওয়া লাগবে। সমস্যা হলো মূল্যস্ফীতির কবলে হ্যারিকেন আর তালপাখাও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্য পেয়ে!
আমরা গ্রামের মানুষ
তালপাখা ও কুপি তৈরী করতে জানি আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
নিতাই বাবু
লেখার গভীরে যাবো না। আমি শুধু পোস্টের ছবিটি দুদিন ধরে দেখছি। এর কারণ হলো, সেই আগেকার হারিকেন। যা এখন হারিয়ে যাওয়া বস্তু!
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
ভয় করুন বা না-ই করুন, রক্ষা পাচ্ছি-না কেউ-ই, ভাজা ভাজা হতে।
বোরহানুল ইসলাম লিটন
জী!
আমার ব্যঙ্গ হিসেবেই লেখা!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!