দাদার কবরটা কোথায়, ভাইকে বললাম!
ভাই কবর দেখালেন কিন্তু মন ভরল না;
ভাইয়ের বাবা কে বললাম দাদার কবর
কোথায়, জেট্টো বললেন আমরা তখন ছোট
ছিলাম সঠিক ভাবে বলতে পারছি না? ছিঃ
ছিঃ আপনাদের কবর একদিন এরকম হবে।
বলেন আফসোস ছাড়া আর কি থাকে এখন
বলতে ইচ্ছা হয় ওবেটা নজির সরকার এতো
জমি থাকতে তোর কবরের চিহৃটুকু নাই-
হায় মানুষ তাই নিয়ে এতো কর বড়াই।
২৩ ভাদ্র ১৪২৬, ০৭ সেপ্টেম্বর ২০
—————————————
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মানুষ বেঁচে থাকতেই দাম পায়না ,মরে গেলে আরো অবহেলিত হয়ে যায়। হায়রে কবর, হায়রে মাটির বিছানা আত্না চলে গেলেই সব শেষ। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
আরজু মুক্তা
কবর একদিন হবে আসল ঠিকানা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
তবুও থেমে নেই মানুষের বড়াই — জমি থাকতে তোর কবরের চিহৃটুকু নাই-
হায় মানুষ তাই নিয়ে এতো কর বড়াই।
— ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা সালাম নিবেন কেমন আছেন বেশকিছুদিন পর?
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
রোকসানা খন্দকার রুকু
হুম সেটাই লিটন ভাই কি যে করছি আমরা কিইবা লাভ?
এত দৌড় ঝাঁপ করে শেষে কবরের চিন্হও থাকেনা।
শুভ কামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুরাইয়া পারভীন
মৃত্যুর দ্বার মুছে দেয় প্রিয়জন আপনজন
ভালোবাসা এমনকি স্মৃতিচিহ্ন টুকুও নিশ্চিহ্ন করে দেয়
এটাই বাস্তবতা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পারভীন আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ফয়জুল মহী
মনোলোভা কথার চয়ন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
শামীম চৌধুরী
মাটির দেহ মাটিই খাবে।তাই বড়াই করার কিছুই নাই। বাস্তব অনুভুতি তুলে ধরেছেন কবিতায়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুপায়ন বড়ুয়া
মানুষ তার পরিনতি জানেনা বলেই
টাকা পয়সা জমি সম্পত্তির পিছনে ছুটে।
যাবার সময় দুফোঁটা চোখের পানি ছাড়া
কিছুই সংগে পায় না।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ইঞ্জা
ভাই লেখাটি আপনার একান্ত অনুভূতি হিসাবে অনুগল্পের মতো করে লিখলে আরও ভালো হতো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ইঞ্জা দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—
ইঞ্জা
শুভকামনা ভাই