
আহা!আমার কাজের মেয়েটার
বাহারি নাম ‘কোহিনূর ‘।
বয়স কত হবে?আমার সমবয়সী প্রায়।
হলে কি হবে, ভাবেসাবে পাক্কা মুরব্বি।
সেই কোন ছোটবেলায় বিয়ে করে সংসারী হয়েছে।
মূল বয়সের দুই তৃতীয়াংশ বিয়ের বয়স।
এরইমধ্যে ছেলের বিয়ে দিয়েছে।
তো মূল প্রসঙ্গে আসি।
মেয়েটা মস্ত ফাঁকিবাজ। দু’দিন কাজে আসে তো
দু’দিন আসেনা।
একদিন খুব করে বকা দিলাম,
রোজ এরকম করলে ছাড়িয়ে দেব।
ঝরঝর করে কেঁদে উঠে বলল,”কাইলকার মাইরটা…..
জ্বর আইসা পড়ছিল,কারণে অকারণে খালি মারেগো আপা”।
জিজ্ঞেস করলাম কয় ছেলে মেয়ে?
বললো, “ছেলেডা বউরে নিয়া আলাদা থাহে,আমারে মা বইলাও ডাকেনা।
বাপে আমারে মাইর দিলে মাইয়া দুইডা চিৎকারি কান্দে তহন মাইনষে আইসা ছুঁডায়,
নইলে আমারে মাইরাই ফালাইতো”।
দিনটা ছিলো আটই মার্চ। আন্তর্জাতিক নারীদিবস।
হায় আফসোস! কিসের নারীদিবস?
মনে মনে ভাবলাম, তুই কাজের মেয়ে আমি গৃহবধূ।
তুই, আমি আরও অনেকে নিষ্পেষিত একই যাঁতাকলে।
চপেটাঘাতটা তোর হয় গাত্রে, আমার জীবনদর্শন, মনস্তত্ত্বে।
বাদ যায়না কনেস্টবল, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রুমানা মন্জুর।
চোখ উৎপাটন করে ঘরের জন,
চরিত্র উদঘাটন করে সমাজ সুজন।
নিপীড়িত মাকে দেখে বড় হওয়া ছেলেটি ব্যার্থ হয়
মনুষ্যত্ব অর্জনে।
মুক্তি আটকে আছে এখনো মিছিলে শ্লোগানে।
মিছিল নয় শ্লোগান নয় প্রতিটি পরিবার হোক ভালোবাসা সম্প্রীতিময়।
গড়ে উঠুক সুস্থ সমাজ নির্মল সভ্যতায়।
————————————————-
গত বছরের নারী দিবসে লিখেছিলাম
১৩টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
বাহ্! অসাধারন। পুরোনো কবিতাগুলোই দিয়ে দাও। ভালো লাগে পড়তে। ধন্যবাদ তোমাকে। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ প্রিয় বন্ধু।
ভালো থেকো সবসময় এই দোয়া করি।
ছাইরাছ হেলাল
আমাদের সমাজের নারী নির্যাতনের বাস্তবতা এখানে ফুটে এসেছে,
অবস্থা/অবস্থান ভেদে পরিবর্তিত রূপে আসে, কিন্তু আসে/ঘটে নিয়মিতই।
গত বারের লেখাটি তো পড়লাম, কিন্তু এবারেরটির অপেক্ষা করতে চাইছি যে!!
খাদিজাতুল কুবরা
হাত পা শেকলে বাঁধা।
এ সম্পর্কে একটি পোস্ট করবো।
সবসময় অনুপ্রাণিত করার জন্যে কৃতজ্ঞতা অশেষ।
আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।
পপি তালুকদার
বাস্তব সত্যের কাব্যকথন।ভালো লিখেছেন।শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে
সাবিনা ইয়াসমিন
আমরা নারী! বিশ্বের বিস্ময়কর এক প্রাণী। মানুষ হয়েও মানুষের অধিকার পেতে দিবানিশি লড়াই করি।
❝চোখ উৎপাটন করে ঘরের জন,
চরিত্র উদঘাটন করে সমাজ সুজন❞
আমাদের সুজনের অভাব নেই, ঘরে বাইরে সবাই আপনাপন আপনজন!
অনেক অনেক দিনপরে আপনার লেখা পড়লাম, মুগ্ধ হয়েছি। নিয়মিত লিখুন প্লিজ। ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু আপনার অনুপ্রেরণা প্রথম থেকেই পেয়েছি। ডানা ভাঙা আর কতো উড়তে পারে!
কিন্তু সাধ আছে বরাবর।
ইনশাআল্লাহ আগের কিছু লেখা আছে সেগুলো পোস্ট করবো।
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন প্রিয় সাবিনা আপু
আরজু মুক্তা
পুরুষের চরিত্র সবখানেই একি। সমাজ আধুনিক। মানসিকতা পাল্টেনি।
খাদিজাতুল কুবরা
একদম ঠিক বলেছেন আপু।
আন্তরিক ধন্যবাদ আপু পড়ে মূল্যবান মন্তব্য করার জন্যে।
সুপর্ণা ফাল্গুনী
নারী সবখানেই নির্যাতিত, নিপীড়িত। কি শিক্ষিত আর কি অশিক্ষিত গরীব কোনো মাপ নেই। চমৎকার লিখেছেন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নারী দিবসের শুভেচ্ছা রইল
খাদিজাতুল কুবরা
নারী দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো প্রিয় দিদি ভাই
নার্গিস রশিদ
কবিতাটি এক নিশ্বাসে পড়ে ফেললাম । অতি বাস্তব ঘটনা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । অনেক ধন্যবাদ । চমৎকার হয়েছে