জিবনের বড়াই করি, এই জিবন্টা কার কোথায় যাবে ভাবি কি আমরা।
আকাশ যখন কালো হলো
প্রান পাখিটা উড়াল দিলো।
সোনার খাচা শুন্য হলো পাই কোথা তাঁরে বলো।
এই খাচাটার মুল্য শুধু ,
ঐ পাখিটি ছিলো।
এই খাচাটার মেয়াদ ক’দিন?
কেউতো জানেনা ।
পাখি ছাড়া এই খাচাকে
কেউতো রাখেনা।
উড়ে গেলে পরান পাখি ঘিরে ফেলে ঘোর কালো।
রেখেছিলাম বুকের ভিত্র, কতো যাতন করে
সেইনা পাখি, ফাঁকি দিয়ে গেলো অচিনপুরে।
সেই পাখিটা বড় নিঠুর, ভুলে গেলো দিন গুলো।
এই খাচাটার মুল্য শুধু ,
ঐ পাখিটি ছিলো।
সোনার খাচা শুন্য হলো পাই কোথা তাঁরে বলো।
২৬টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
এই প্রথম শুনলাম গানটা। সুন্দর গান।
আমরা এই জীবনকে নিয়ে কতো কি যে করি! অথচ একদিন এই সুন্দর জীবন থেকে চলে যেতে হবে অজানায়।
ভালো থাকবেন মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আমার ভীষণ ভাল লাগে গান্টা বার বার শুনি।
আপনিও ভাল থাকবেন আপু।
মেহেরী তাজ
আমি কিন্তু প্রথমে কবিতা ভেবেছিলাম….
এখন শুনি এটা গান।
মোঃ মজিবর রহমান
আপু আমি ইউটিয়ুবে গান হিসেবে শুনি এবং প্রতিদিন শুনি খুব অন্তরে জেগে উঠে।
ছাইরাছ হেলাল
প্রথম শুনলাম,
অনেক সুন্দর এর কথাগুলো।
মোঃ মজিবর রহমান
হ্যা ভাই কোন কঠিন শব্দ নাই কিন্তু সহজে কঠিন উপলদ্দি।
ইঞ্জা
আমিও কবিতা ভেবেছিলাম, নীলাপুর কমেন্ট পড়ে বুঝলাম এইটা গান, খুব ভালো লাগলো ভাই।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ইঞ্জা ভাই। ভাল থাকুন।
ইঞ্জা
আপনিও ভালো থাকুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জীবন দর্শী গান।এ গানের মতো ভাবা সব সময় হয়ে উঠে না বলেই আমরা পার্থিবজগতের বাসিন্দা চলি পাওয়া না পাওয়ার হা হা কারে।
মোঃ মজিবর রহমান
হ্যা মনির ভাই আমরা পারথিব জগত নিয়ে ব্যাস্ত কিন্তু যার দয়ায় আমরা এখানে তাঁকে চিনলাম না।
নীহারিকা
কথাগুলো খুবই সুন্দর কিন্ত শুনলে ভয় লাগে। যদিও একদিন যেতেই হবে।
মোঃ মজিবর রহমান
নীরিকা আপু জতই আনন্দ আড্ডায় মশগুল থাকিনা কেন জেতেই হবে। কোন রেহায় নাই।
মোঃ মজিবর রহমান
দুঃখিত আপু নামের বানান ভুল হওয়ার জন্য। নীহারিকা হবে।
লীলাবতী
গানটা প্রথম শুনলাম। সুন্দর গান। ভাইয়া বানানের দিকে একটু নজর দিন। সোনেলা বার্তা গ্রুপে আপনার লেখা দিন। আমি দিয়েছি। আমারও বানান ভুল হয় খুব। বানান শিখছি এখনো। এতে লজ্জার কিছু নেই।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু বানান নিয়ে ভালই সমস্যায় আছি। শিক্ষার শেস নাই, মার খাওয়ার সময় নাই।
শুন্য শুন্যালয়
পোস্টের বিভাগ সংগীত হবে ভাইয়া। গানটা আমিও প্রথম শুনলাম। গানের কথাগুলো খুব সুন্দর। ধন্যবাদ শেয়ার করবার জন্য।
মোঃ মজিবর রহমান
ঠীক আছে আপু ঠিক করে দিচ্ছি।
বাবু
খাঁচার ভেতরের অচিন পাখিটি উড়ে চলে গেলেই হলো।
ছিলাম নিতাই বাবু, হলাম লাশ। কি সুন্দর, তাইনা দাদা।
হাঁ দাদা, এটাই বাস্তব।
মোঃ মজিবর রহমান
ঠিক তাই দাদা। আছেন কেমন ২ দিন ফোন দিয়েছিলাম রেসিপ করেননি।
বাবু
আমার ওপর শনিদেবের নজর পড়েছে মজিবর দাদা। জানিনা শনিদেব কবে মুক্তি দেয়।
মোঃ মজিবর রহমান
আবার কি হলো গুরু।
কোন সমস্যা।
জিসান শা ইকরাম
সুন্দর গান।
মোঃ মজিবর রহমান
জীবনকে ভাবিয়ে তোলে ভাইয়া।
মুই কি ছিনু কি হইবো। ভাবিনা কিন্তু আমরা।
মৌনতা রিতু
এই প্রথম পড়লাম গানের কলিগুলো।
কিন্তু কিছু গান কেন যেন শুনতে ইচ্ছে করে না, আমার বুক ব্যাথা করে।
অসুস্থ হয়ে পড়ি কেন যেন এখন। এই কয়েকদিন হলো এমন শুরু হইছে।
ভাল থাকবেন ভাই।
মোঃ মজিবর রহমান
কিন্তু এই গানের কলি গুলিই বাস্তব আপু। হ্যাঁ মন কেদে উঠে শুনলে। ভাব্লে কি হবে কি হল?
তারপরও সত্য মরতে হবে।