ঐ খাচাটার মুল্য শুধু

মোঃ মজিবর রহমান ২৩ এপ্রিল ২০১৭, রবিবার, ০৯:৫২:৪৪পূর্বাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

জিবনের বড়াই করি, এই জিবন্টা কার কোথায় যাবে ভাবি কি আমরা।

আকাশ যখন কালো হলো

প্রান পাখিটা উড়াল দিলো।

সোনার খাচা শুন্য হলো পাই কোথা তাঁরে বলো।

এই খাচাটার মুল্য শুধু ,

ঐ পাখিটি ছিলো।

এই খাচাটার মেয়াদ ক’দিন?

কেউতো জানেনা ।

পাখি ছাড়া এই খাচাকে

কেউতো রাখেনা।

উড়ে গেলে পরান পাখি ঘিরে ফেলে ঘোর কালো।

রেখেছিলাম বুকের ভিত্‌র,  কতো যাতন করে

সেইনা পাখি, ফাঁকি দিয়ে গেলো অচিনপুরে।

সেই পাখিটা বড় নিঠুর, ভুলে গেলো দিন গুলো।

এই খাচাটার মুল্য শুধু ,

ঐ পাখিটি ছিলো।

সোনার খাচা শুন্য হলো পাই কোথা তাঁরে বলো।

 

 

 

https://youtu.be/MTiuTjg4zP0

৫০৯জন ৫০৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ