
এ শরৎ চৈত্রদগ্ধের মতো!
এখানের শান্ত নদী মৃদুভাবে ঢেউ খেলে।
দূর হতে আসে অহমীয়া লোকগীতির সুর।
কি সুন্দর তার ছন্দ!
মন ভুলানো বাঁশির রাগ।
যে বাঁশির রাগে কিশোরী ঘর ছেড়েছে। আজও খুঁজে ফিরে তন্নতন্ন করে সে বাঁশিওয়ালাকে।
মাঠভর্তি ইরিধান, নদীর তীরে কাশফুল আর ধানক্ষেতের আলপথ জুড়ে দূর্বাদল।
সেসব কিছু দক্ষিণা হাওয়ায় এক্কাদোক্কা খেলে মিতালী মুখর মুগ্ধতা নিয়ে।
স্কুলে সদ্য পাঠশালা বসেছে।
সেখানে আসে কুমোরটুলি থেকে সুধাময় মৃত্তিকার গন্ধ।
এ গন্ধ আগমনী দেবীর।
এ গন্ধ মানে দেবীর পায়ে পুষ্পিত শরৎঞ্জলি।
এদিকে গত হওয়া বসন্তের গুটি এখনো সারে নি।
এখনো তীব্র যন্ত্রণা।
এবার যখন তুমি এলে পরিপূর্ণ অসুখটা সারাবে বলে,
আমিও তোমায় চেয়ে নিলাম।
তোমাকে চাইতে গিয়ে আমার ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে।
যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ আর তোমার নিষ্পাপ ভালোবাসা ছিল।
এ শরতে যখন আবার দেখা হবে,
তোমার চুলের খোঁপায় গুঁজে দেবো সুনীলের একশত আটটা নীলপদ্ম। যে পদ্মফুলের গায়ে কখনো ভ্রমর আর প্রজাপতি আলিঙ্গনে জড়ায় নি!
ঠিক তোমাকে চাই,
এ সুন্দর স্নিগ্ধ শরতে।
যেখানে শান্ত নদী মৃদুভাবে ঢেউ খেলে।
যেখানে বসে তোমাকে অনুভব করে লেখা যায় শতসহস্র কবিতা।
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি
ভাল লাগল ।
এ শরতে যখন আবার দেখা হবে,
তোমার চুলের খোঁপায় গুঁজে দেবো সুনীলের একশত আটটা নীলপদ্ম। যে পদ্মফুলের গায়ে কখনো ভ্রমর আর প্রজাপতি আলিঙ্গনে জড়ায় নি!
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
অনেক ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
একশআটটি নীলপদ্ম হাতে উদাত্ত প্রেমিক এমন মোহময় শরতে প্রেম আহ্বান করলে; সে কি আর সাড়া না দিয়ে পারে?
আপনার কবিতা বরাবরই সুন্দর। প্রকৃতিকে টেনে প্রেমে, নারীতে রুপান্তর সবাই পারে না।
অনেক অনেক শুভকামনা কবির জন্য। শুভ সকাল!!!
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ বললেন, দিদি।
শুভেচ্ছা নেবেন।
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর শরতের কাব্যিক কবি দা অনেক কাশফুলের শুভেচ্ছা রইল
প্রদীপ চক্রবর্তী
শরৎ শুভেচ্ছা রইলো, দাদা।
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
ঠিক তোমাকে চাই,
এ সুন্দর স্নিগ্ধ শরতে।
যেখানে শান্ত নদী মৃদুভাবে ঢেউ খেলে।
যেখানে বসে তোমাকে অনুভব করে লেখা যায় শতসহস্র কবিতা। অসম্ভব ভালো লাগাল প্রদীপ দা।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ,দাদা।
ভালো থাকুন।
হালিমা আক্তার
শরতের বিদায় ঘণ্টা বাজল বলে। দেখা হবে আর কবে। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
শরৎ স্নিগ্ধ।
অনাবিল প্রশান্তি।
সাধুবাদ আপনাকে।
অনন্য অর্ণব
তোমাকে চাইতে গিয়ে আমার ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে।
যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ আর তোমার নিষ্পাপ ভালোবাসা ছিল।
অসাধারণ অভিব্যক্তি।
প্রদীপ চক্রবর্তী
একরাশ শুভেচ্ছা।
ভালো থাকবেন অনেক।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ এমন চমৎকার ভাবে আপনিই পারেন প্রকৃতির প্রতিটি সৌন্দর্য তুলে আনতে। মনটা সিন্গ্ধতায় ভরে গেল। অগ্রীম শারদীয় শুভেচ্ছা
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি ধন্য হলাম, দিদি।
এক আকাশ শরৎ শুভেচ্ছা নেবেন।