এখানে ক্লিক করে পরীক্ষার নাম,বোর্ডের নাম এবং রোলনাম্বার লিখুন এবং Submit করুন। ফলাফল পেয়ে যাবেন।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ৩০ মে। আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে হলে নিম্নের ধাপ অনুসরন করুনঃ
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
SSC/Dakhil <space> First three letters of your Board name <space> Roll no <space>2015 and send to 16222। ফিরতি মেসেজ এ ফলাফল পেয়ে যাবেন।
উদহারন ঢাকা বোর্ডের জন্য– SSC<Space>DHA<Space>153660<Space>2015 send to 16222
১৪টি মন্তব্য
মিথুন
সকল পরীক্ষার্থিদের জন্য শুভকামনা জানাচ্ছি…………
জিসান শা ইকরাম
আমার ছেলের এসএসসির রেজাল্ট আজ,
আমার জন্য খুব কাজের পোষ্ট
ধন্যবাদ আপনাকে।
খেয়ালী মেয়ে
জিসান ভাইয়া আমাদের মিষ্টি কই?…
লীলাবতী
জিসান ভাইয়া আমাদের মিষ্টি কই? শ্লোগান হবে 😛
জিসান শা ইকরাম
শ্লোগান লাগবে না
মিষ্টি খাওয়ানো হবে।
আশা জাগানিয়া
কবে খাওয়ানো হবে জাতি জানতে চায় 🙂
সোনিয়া হক
সকল পরীক্ষার্থিদের জন্য শুভকামনা
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সকল পরীক্ষার্থীকে জানাই শুভ কামনা এবং আপনাকে ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ পোস্টের জন্য….
স্বপ্ন
সকল পরীক্ষার্থিদের জন্য শুভকামনা
লীলাবতী
সকল পরীক্ষার্থিদের জন্য শুভকামনা -{@
মেহেরী তাজ
আমার কেউ নাই।
না মানে আমার কেউ পরীক্ষা দেয় নি।
আশা জাগানিয়া
পোষ্ট অনেকেরই কাজে লেগেছে দেখছি।ফেইসবুকে লাইক ৩৬, পঠিত ৮০০+ 🙂 পোষ্ট দেয়া সার্থক।
সবাইকে ধন্যবাদ পোষ্টে অংশ নেয়ায়।
শুন্য শুন্যালয়
কেউ মিস্টি খাওয়াতে চাইলে আওয়াজ দেন।