নিশি ঘুম থেকে সকালে উঠেছে আজ।আজ ওর জন্মদিন।ক্যাম্পাসে যেতে হবে।ফ্রেন্ডরা ট্রিট চেয়েছে।এই অবরোধের মধ্যেও তাই যেতে হচ্ছে।
সকাল ১০টা-
-ঐ নিশি কই তুই??
:আসতেছি তো, রাস্তায়।রিক্সা পাচ্ছিলাম না।
-আয় আয়।সবাই ওয়েট করে আছি।
:ইমরান আসছে??
-এখনও আসে নাই।আসবে বলছে তো।
:আচ্ছা থাক আসতেছি।
“হ্যাপি বার্থ ডে টু ইউ।”-সবার চিল্লা চিল্লিতে নিশি লজ্জা পাচ্ছে ভিষন।পাগল গুলা ট্রিট চেয়ে নিয়ে এসে এমন করবে নিশি ভাবেনি।রায়হান,শিশির,মোনা,তুর্য,রাহাত,আবিদ,সেজুতি সব গুলা আছে।অথছ ইমরান এর এখনও কোন দেখা নেই।গাধাটা নিশ্চিত ভুলে বসে আছে।সবার উইশ সাথে গিফট আর কেক কাটা।নিশির কিছুই ভাল লাগছে না।ইমরান নেই।অথছ আজ সারাদিন ইমরান এর সাথে ঘুরবে বলে ঠিক করেছে।ইমরান সামনে এলে কি বলবে তাও ভেবে রেখেছে।দেখা হলে বলবে-“ইমু তোর সাথে একা একা ঘুরতে ভাল লাগে আমার।তোর সাথে রিক্সায় করে শহর চষে বেড়াতে ভাল লাগে।তুই পাশে থাকলে মনে হয় আমি পরিপূর্ন।তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে।এমন কোন জায়গায় যেখানে কেউ নেই শুধু তুই আমি আর নীল আকাশ।”
-শুভ জন্মদিন নিশি রাইত।মুখ তুলে তাকিয়ে দেখে ইমরান গোলাপ হাতে দাঁড়িয়ে আছে।
:থ্যাঙ্কু।এই তোর আসার সময় হলো?
-কি করবো বল পুরা শহর ঘুরে মাত্র ৭টা সাদা গোলাপ পাইছি।
:আমার সাদা গোলাপ পছন্দ তুই কেমন করে জানিস??
-জানতে হয় পাগলি।এই শোন তোর সাথে কথা আছে আমার।চল সামনে যাই।
:আর কত সামনে যাবো??বল এখন কি বলবি?
-“নিশি রাইত-তোর সাথে একা একা ঘুরতে ভাল লাগে আমার।তোর সাথে রিক্সায় করে শহর চষে বেড়াতে ভাল লাগে।তুই পাশে থাকলে মনে হয় আমি পরিপূর্ন।তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে।এমন কোন জায়গায় যেখানে কেউ নেই শুধু তুই আমি আর নীল আকাশ।যাবি আমার সাথে?”
:যাবো।তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো।
১৪টি মন্তব্য
স্বপ্ন
ভালো লেগেছে খুব।
নীল রঙ
ধন্যবাদ।ব্লগে এটাই আমার প্রথম লেখা।।
মানিক পাগলা
ভাল লেগেছে
সোনেলায় স্বাগতম -{@
নীল রঙ
আপনার ভাল লেগেছে শুনে ধন্য হলাম।ধন্যবাদ।।
প্রহেলিকা
আহা রে!!!! আমার যে রীতিমত হিংসা হচ্ছে তবে রোমান্টিকও হয়ে গেলাম বটে একটু, রোমান্টিক না হয়ে উপায় ছিল না আসলে এমন গল্পে। অসাধারণ লাগলো গল্পটি। দাড়ান দাড়ান এখনি ওকে একটু কল দেই। \|/ আপনি আবার জানতে চাইবেন না কিন্তু ও টা কে?
অনেক ভাল লিখছেন। খুব সুন্দর একটি গল্প উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সোনেলায় আপনাকে স্বাগতম। -{@
নীল রঙ
হি হি ও টা কে সেটা জানতে চাইবো না তবে ওকে টা কিন্তু বলতে পারেন। 😉
আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো।
প্রহেলিকা
আপনি ভাল লিখেছেন, সব সময় লিখবেন কিন্তু। এমন গল্প পড়লে মন ভাল থাকে। মন্তব্যের প্রতুত্তর করতে দেখে ভাল লাগলো।
নীল রঙ
সব সময় লিখি না,মন খারাপ থাকলে লিখি,আবোল তাবোল শব্দ বসাই।মালা গাথি।চেষ্টা করবো লিখতে।ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
লেখার মাঝের নির্ভরতা ভালো লেগেছে।
শুভ কামনা।
নীল রঙ
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
সুন্দর ভালোবাসার গল্প লিখছেন ।
লিখতে থাকুন ।
নীল রঙ
🙂
শুন্য শুন্যালয়
গল্প লেখায় তো পটু দেখছি.
খুব ভালো লাগলো -{@
নীল রঙ
পটু নই।চেষ্টা করছি।