এটাই আমার সুখ

মাছুম হাবিবী ১২ জুন ২০১৯, বুধবার, ০৩:৪৮:৫৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ভাগ্যের কলমে প্রথম শব্দটা ছিল বেদনার

সৃষ্টিকর্তা লিখে দিয়েছিলেন ছেলেটার দুঃখ আছে।

অতপর, তোমার ঝুমঝুম আগমন

শিউলির মত নেচে নেচে এসেছিলে

আমার সিলভার জীবনে।

আমি মুগ্ধ হয়ে গ্রহণ করি তোমায়!

তারপর, অনুরক্তি’র তপ্ত আচরণে

আমাকে বলেছিলে মিথ্যুক।

আমি মুচকি হেসে বলছিলাম

আমি মিথ্যুক নই

আমি মিথ্যা বলিনা।

কিন্তুু তুমি ভালোবাসার অভিনয়ে

আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো।

তবু তোমাকে কিছু বলবো না

তুমি ভুল কিছু করোনি

কারণ,সৃষ্টিকর্তা নিজেই বলেছিলেন

ছেলেটার দুঃখ আছে।

৭৪৪জন ৬৪৬জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ