ভাগ্যের কলমে প্রথম শব্দটা ছিল বেদনার
সৃষ্টিকর্তা লিখে দিয়েছিলেন ছেলেটার দুঃখ আছে।
অতপর, তোমার ঝুমঝুম আগমন
শিউলির মত নেচে নেচে এসেছিলে
আমার সিলভার জীবনে।
আমি মুগ্ধ হয়ে গ্রহণ করি তোমায়!
তারপর, অনুরক্তি’র তপ্ত আচরণে
আমাকে বলেছিলে মিথ্যুক।
আমি মুচকি হেসে বলছিলাম
আমি মিথ্যুক নই
আমি মিথ্যা বলিনা।
কিন্তুু তুমি ভালোবাসার অভিনয়ে
আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো।
তবু তোমাকে কিছু বলবো না
তুমি ভুল কিছু করোনি
কারণ,সৃষ্টিকর্তা নিজেই বলেছিলেন
ছেলেটার দুঃখ আছে।
১৩টি মন্তব্য
দালান জাহান
এমন ভাবনাই ভালো কাউকে দোষারোপ না করে । চমৎকার লেখা।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ ভাইজান
তৌহিদ
আমাদের সত্যটা আর কেউ জানুক না জানুক, সৃষ্টকর্তা ঠিকই জানেন। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দোদুল্যমান জীবনে এরকম অনেক কিছুই হয়। সব সামলে নিয়ে চলাটাই জীবনের স্বার্থকতা।
ভালো লিখেছো ভাই। লিখতে থাকো সোনেলায় তোমার মতন করে।
মাছুম হাবিবী
একদম ঠিক ভাই ধন্যবাদ
জিসান শা ইকরাম
এভাবেই অনেক সময় হয়,
মেনেও নিতে হয় এই অপবাদ।
ভালো লেগেছে।
শুভ কামনা।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
প্রকাশভঙ্গি দারুণ।।
মাছুম হাবিবী
ধন্যবাদ
নিতাই বাবু
কপালে দুঃখ থাকলে এমনই হয়! যেহেতু মহান সৃষ্টিকর্তা নজেই লিখে দিয়েছে, তাই।
শাহরিন
আশা নিয়ে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম। দুঃখ কষ্ট জয় করে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।
রেহানা বীথি
সাবলিল প্রকাশ।
ভালো লাগলো বেশ।
সিকদার সাদ রহমান
অসাধারন প্রকাশ । খুব ভাল লেগেছে
অপু রায়হান
তুমি ভালোবাসার অভিনয়ে
আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো😪😪