এখানে এখন
মেঘ ভরা আকাশ
একদা ঝক ঝকে উঠোনে মরচে ধরা অবাঞ্ছিত ঘাস !
বর্ষার অথৈ থৈ থৈ পানি
যেখানে সদা চলত মেঘ বালিকার সাথে কানাকানি !
রাত্রি গুলো কেঁদে কেঁদে হয়রান হয় আর খুঁজে বেড়ায় শিয়ালের হাঁক
পুকুর ধারে, লেবুর তলে থেকে থেকে ডাহুকের ডাক !
ধান ক্ষেতের আল গড়িয়ে সরষে ক্ষেতে ভুত
চাঁদনী হাটে ডাকত এসে চরকা বুড়ির পুত !
এখানে এখন
বাতাসের কানে কানে মসনদে বসার গুঞ্জন !
হাজার বছর ধরে পিষ্ট হওয়া গিনিপিগের হাত বেয়ে
জলের মুখে পরম সুখে এক দুরন্ত নেয়ে !
বাড়ির উঠোনের সজনে ডালে বসে থাকা দাঁড় কাকের বিলাপ
ক্ষণে ক্ষণে তুসের আগুনের মত বাড়ায় এই হৃদয়ের উত্তাপ !
১২টি মন্তব্য
স্বপ্ন নীলা
সুন্দর লিখেছেন। ভাল লাগলো
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ ।
পুষ্পবতী
ভালো লিখেছেন ভাইয়া।
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ দিদি।
নীলকন্ঠ জয়
কেমন আছেন প্রিয় ভাইয়া? সত্যি বদলে গেছে সবকিছু। বদলানোর ফলাফলটা সুখকর হয় নি। কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।
জসীম উদ্দীন মুহম্মদ
অনেক ব্যস্তছিলাম জয় । এখন অবশ্য ভাল আছি ভাই । অশেষ ধন্যবাদ জেনো ।
খসড়া
এখানে এখন খুব বৃষ্টি
প্রচন্ড বৃষ্টি।
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ । -{@
মিসু
ভালো লেগেছে ভাইয়া ।
জসীম উদ্দীন মুহম্মদ
(3 -{@
শুন্য শুন্যালয়
যেখানে যখন যা পাওয়া যায়, সেখানেই খুঁজে নিতে হয়। সুন্দর কবিতা।
জসীম উদ্দীন মুহম্মদ
-{@ (y)