নিজের গোড়া আর রক্তের সম্পর্ক কে সান্তনা দিয়ে অনেক দূরে থাকি আমরা।
হ্যা ঠিক কারণ টা খুব পুরনো বাবার সরকারি চাকরি। বলা যায় অজোপাড়া এক গ্রাম! তারই কৃত্রিম এক শহুরে পরিবেশে আমি বেড়ে উঠছি।
যদিও ঢাকা বিভাগ তবুও ঢাকা থেকে সে অনেক পথ। ভুলেও কখনো যাওয়া হয় না।
ঢাকার নাম শুনলেই আমার উত্তেজনার শেষ নেই। যেন চোখে ঠোটে সারা শরীরের প্রত্যেকটি কোষে আনন্দের বন্যা বয়ে যায়।
এ কি অদ্ভুত প্রেম ছিল আমার।
আমি যেখানে বড় হয়েছি সে জায়গার তুলনা হয়না। আপনারা যে পরিবেশের স্বপ্ন দেখেন ঠিক তেমন ই।
কিন্তু এত অবারিত সবুজ আমায় যে আর টানেনা। আপনাকে টানতেই পারে আপনি বিশাল কবি। আমায় টানে রাজপথের ঝিম ধরা
আলো।
এত নীরবতায় আমার শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে। ঢাকা যে কক্ষনো নীরব থাকেনা!!
পাখির শব্দে আপনার ঘুম ভাঙবে আপনি কল্পনা করতেই পারেন। আমি চাই গাড়ির হর্ণ আমায় জাগিয়ে রাখুক!
জ্যাম আমায় আটকে রাখুক ঘন্টার পর ঘন্টা।আমি বিরক্ত হয়ে যাই না কেন।
হোক না এমন।
দিন রাত জেগে থাকা এই শহরের বুকে আর কবে নিজেকে আবিষ্কার করব।
পুরনো প্রেম কে যেন ফিরে পাবার এক অপেক্ষা।
বড়ই অবাস্তব প্রেম !!!
মনিপুরিপাড়াতে শুরু হয়েছিল এ প্রেমযাত্রা।
তারপর . . .
৫৯টি মন্তব্য
লীলাবতী
আমাদের সোনেলা পরিবারে স্বাগতম -{@ আপু আপনার লেখাটা একটি ভিন্ন ধরনের।সবাই চাই গ্রামের সবুজের মাঝে চলে যেতে,আপনি চান কোলাহল।অবশ্য একেবারে সমাপ্তিতে এসে বুঝলাম ঢাকা প্রেম কেনো :p লিখে ফেলুন তার কথা যার জন্য ঢাকা প্রেম আপনার 🙂
নিয়মিত লিখুন আর অন্যের লেখা পড়ুন।অবশ্য আমার লেখা পড়ে কিছু শিখতে পারবেন না,কারন আমি হচ্ছি একজন হইচই করা নাচুনে ব্লগার :p
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।নদীর ওপারে যত সুখ, তেমন। আমরা ভাবি সবুজের কথা ।আপনি ভাবেন
গাড়ির হর্নের শব্দ। শুনব আপনার কথা নিয়মিত।
শুরু করে দিন।
ব্লগার সজীব
স্বাগতম স্বাগতম -{@ -{@ আমিও ঢাকাকে ভালোবাসি আপু।সদা জাগ্রত এক শহর।তারপরে কি হলো জানতে চাই। লেখা ভালো লেগেছে,আরো লিখুন (y)
হৃদয়ের স্পন্দন
স্বাগতম আপনাকে, কোলাহলে থাকা খুব পছন্দের আপনার জানলাম
শাহানা আফরিন স্বর্ণা
লীলাবতী আমায় স্বাগত জানানোর জন্য ধন্যবাদ 🙂
আমার এই প্রথম প্রয়াসে আপনার প্রথম মন্তব্যের জন্য
স্বরণীয় থাকবেন।আর হ্যা নাচতে আমিও ভালবাসি। একসাথে নাচব :p
লীলাবতী
আপু, জবাবে ক্লিক করে জবাব দিন।এই যে আমি যেমন করি দিচ্ছি।আলাদা ভাবে।
শাহানা আফরিন স্বর্ণা
তখন পারছিলাম না 🙁
নুসরাত মৌরিন
বাহ আপু!
এমন করে শহরকে ভালবাসার কথা কে কবে বলেছে!!
সোনেলায় স্বাগতম। -{@
আপনার প্রেমের গল্পগুলো শুনতে মুখিয়ে থাকবো। 🙂
শাহানা আফরিন স্বর্ণা
ছাইরাছ হেলাল ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।এই প্রথম লেখা।সাথে থাকবেন আশা করি 🙂
শাহানা আফরিন স্বর্ণা
ব্লগার সজীব ভাল লেগে থাকলে শুরু করব। অনেক ধন্যবাদ 🙂
শাহানা আফরিন স্বর্ণা
হৃদয়ের স্পন্দন অনেক ধন্যবাদ। সাথে থাকবেন!
হৃদয়ের স্পন্দন
আমি অথিতি হুট করে ডুব দেওয়া চির অভ্যাস
শাহানা আফরিন স্বর্ণা
নুসরাত অসংখ্য ধন্যবাদ। জলদি লিখব আমার আর আমার শহরের আরও গল্প 🙂
হৃদয়ের স্পন্দন
আজ্ঞে স্বর্নাফা
এই পোষ্ট টা একটু দেখুন
http://sonelablog.com/archives/26965
হৃদয়ের স্পন্দন
সরি এটা
http://sonelablog.com/archives/26929
শাহানা আফরিন স্বর্ণা
সেলফোনের সীমাবদ্ধতার কারণে প্রত্যেকটি মূল্যবাণ মন্তব্যের আলাদা করে জবাবে উত্তর দিতে পারিনি 🙁 (-3 🙁
হৃদয়ের স্পন্দন
আমিও পারিনা, অপেরা না দিয়ে ইউ সি দেখতে পারেন, এতে ডেক্সটপ ভিউ ক্লিক করলে পারবেন, যদিও আমার মত ফোন হলে হ্যাং খাবেন
শাহানা আফরিন স্বর্ণা
পেরেছি 😀
রাইসুল জজ্
তারপর কি হল ?
শাহানা আফরিন স্বর্ণা
তারপর আরও লিখব শহরের গল্প ভাল লাগলে 🙂
প্রহেলিকা
যদি শুধু বলি লেখাটি ভালো লেগেছে তাহলে কম মনে হবে, আবার বিশদ ভাবেও বলতে পারছি না আপাতত। চোখে চোখ থাকলে দেখতে সমস্যা হয় না, আপনার দক্ষতার ছাপ কিন্তু রেখে গেছেন লেখার মাঝে। লেখিকার পরের লেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে আপাতত। এমন লেখা আরো পড়তে চাঁই।
সোনেলায় স্বাগতম শাহানা আফরিন স্বর্ণা!
শাহানা আফরিন স্বর্ণা
এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 নিজের দক্ষতা সম্পর্কে এত কিছু নিজেরি জানা ছিল না 🙂 আপনার অপেক্ষা কে সার্থক করতে পারব কি না জানিনা! তবে ভাল লেখার চেষ্টা করব। 🙂
প্রহেলিকা
এখন তাড়াতড়ি করে “তারপর” এর গল্প লিখে ফেলুন।
প্রহেলিকা
”রাজপথের ঝিম ধরা আলো” এটুকু যথেষ্ট একজনের শক্তির অনুমান করতে। লাইনটি কপি করে নিলাম
শাহানা আফরিন স্বর্ণা
এই তো আমার সার্থকতা। অনেক ধন্যবাদ এত উৎসাহের জন্য 🙂
বনলতা সেন
অভিনন্দন আপনাকে। আমরা পেলাম রাজপথ প্রেমিক। আরও শুনতে চাই নিয়মিত।
শাহানা আফরিন স্বর্ণা
আপনাদের ভাল লাগলেই নিয়মিত লিখব 🙂 অনেক ধন্যবাদ ! 🙂
সঞ্জয় কুমার
সোনেলাতে স্বাগতম । প্রথম লেখাটি সুন্দর হয়েছে । আরও সুন্দর লেখা চাই ।
ঢাকা কে আমার তেমন ভাল লাগেনা ।
যান্ত্রিক কংক্রিটের শহর মনে হয় ।
শাহানা আফরিন স্বর্ণা
কংক্রীটের সাথেই যে আমার প্রেম হাহাহ ! ধন্যবাদ আরও সুন্দরের চেষ্টা থাকবে. 🙂
মরুভূমির জলদস্যু
-{@ কিন্তু এত অবারিত সবুজ আমায় যে আর টানেনা। -{@
ঢাকায় তো এখন সবুজ নেই! ^:^
শাহানা আফরিন স্বর্ণা
নেই বলেই তো বলছি ঢাকাকে ভালবাসার কথা! 🙂
নীলাঞ্জনা নীলা
লেখাটিতে ভিন্নতা আছে।ভালো উপস্থাপনা।সবুজকেও ভালো বাসুন 🙂
শাহানা আফরিন স্বর্ণা
সবুজের মাঝেই বেড়ে ওঠা বলেই হয়ত এই অবহেলা!!! সাথে থাকবেন ধন্যবাদ 🙂
শাহানা আফরিন স্বর্ণা
নেই বলেই তো বলছি ঢাকা কে ভালবাসার কথা 🙂
অরণ্য
ভাল লাগলো আপনার গল্পটা, যদিও বুঝতে পারছি গল্পটা কেবল শুরু করেছেন মাত্র। (y)
আপনার একটা লাইন আমি নিলাম বেশ করে –
“আমি যেখানে বড় হয়েছি সে জায়গার তুলনা হয়না। আপনারা যে পরিবেশের স্বপ্ন দেখেন ঠিক তেমন ই।”
শাহানা আফরিন স্বর্ণা
ধন্যবাদ! ২ টি লাইন ভাল লাগাই পুরো লেখাটির স্বার্থকতা। আশা করি সুন্দর করে শেষ ও করতে পারব। ভাল লাগা জানাবেন 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে।
প্রথম লেখায়ই আপনি যে একজন ভালো লেখক তা প্রমান করেছেন।
শুভ কামনা,শুভ ব্লগিং।
শাহানা আফরিন স্বর্ণা
অনেক অনেক ধন্যবাদ -{@ ভাল লেখার চেষ্টা করব 🙂 সবসময় সুদৃষ্টি রাখবেন। \|/
সাইদ মিলটন
আমি লেট লতিফ -_- যাইহোক স্বাগতম সোনেলা পরিবারে 🙂
আপনার অনুভুতির তীব্রতা ভালো লেগেছে (y) কীপ ইট ।
শাহানা আফরিন স্বর্ণা
এইতো শুরু করলাম। পড়েছেন তাই অনেক। ধন্যবাদ! সাথে থাকবেন 🙂
শিপু ভাই
সোনেলায় স্বাগতম ব্লগার স্বর্ণা।
প্রথম লেখা ভালো লাগলো।
আমার এই ঢাকা সহর খুবই অপছন্দ। আমি চেষ্টা করবো ভবিষ্যতে গ্রামে সেটল করতে।
আপনার জন্য শুভকামনা থাকলো। হ্যাপি ব্লগিং
শাহানা আফরিন স্বর্ণা
\|/ \|/
ধন্যবাদ আপনার মন্তব্যে আমার প্রথম ব্লগ সমৃদ্ধ করার জন্যে (3
চলে আসুন আমার গ্রামে স্বাগতম!
শিপু ভাই
🙁
শাহানা আফরিন স্বর্ণা
মন খারাপ করার মত কি বললাম 🙁
শুন্য শুন্যালয়
প্রেম মানছি, কিন্তু এ কল্পপ্রেম হতেই পারে না। চলুক এই প্রেম কাহিনী, তবে প্রেমের পেত্নিও যে সুন্দর এইবার বুঝলাম ক্যান কইছে। :p
শাহানা আফরিন স্বর্ণা
আমার ঢাকা কে কিছু বলবেন না ;(
নীতেশ বড়ুয়া
ঢাকা!!! আহা!
আমারো প্রেম এই ঢাকা শহর। জন্ম হতেই অনেকগুলো বছর; বলা চলে জীবনের ৩ ভাগের এক ভাগ চট্টগ্রামে কিন্তু হঠাত ১৫ মিনিটের জন্যে এক কাক ডাকে ভোরে আলোর আগেই ঢাকার খালি শহরে একা পা রেখেই ঢাকার প্রেমে পড়েছিলাম সেই ২০১০ সালে। তারপর…
খুব দ্রুতই পাল্টে যায়… এখন গভীর রাতে আর একা হাঁটা যায় না, শান্তিতে ফুটপাতে হাঁটা যায় না, রাস্তায় গাড়ীতে উঠে সময়ে পৌঁছানো যায় না, গিজগিজ করছে মানুষ যেখানে ছায়া দেখা যায় না নিজেরই। তবুও…
আমি আজো প্রেমেই পড়ে আছি। বসন্তের ডাকে মানিক মিয়াঁ এভ্যেনিউর রাধাচূড়া, কৃষনচূড়ার লাল রং, ঝুলন্ত বর্ষার প্যাচপ্যাচে কাদায় মোড়ানো ঢাকার অলিগলি, শাহবাগের সাঁঝ বেলার ভিন্নমনাদের আড্ডার আসর, টিএসসি’র চিরতরুণ পরিবেশ, ভগ্ন ছবির হাটের ভগ্নাংশ আর ধূলবালি…আমি আজো এই ঢাকার শহরের প্রেমে মজে আছি।
নিশ্চিন্ত জীবন ছেড়ে অনিশ্চিতের পথ ঢাকাকেই বেছে নিইয়েছিলাম। প্রতি পদে; প্রতি সিদ্ধান্তে ধূর্ততার কাছে পরাজিত হতে হতেও কিভাবে যেনো এখনো আধমরা হয়ে টিকে আছি এই ঢাকা শহরে। বোধহীন বোধের এই ঢাকায় শুধু একটি মন্ত্রণা নিয়েঃ
“যায় যাক প্রাণ তবু নাহি দিব স্থান” যে স্থানে দুই পা রেখেছি সেটাকে ছড়ানোর জন্যেই এই কোলাহলমুখর ঢাকাতেই আছি, প্রেমেই আছি।
এই ঢাকার বুকে যারা জীবন গড়তে চায় বা জীবিকার জন্যে আছে তাদের হয়ে একটাই বলতে পারিঃ এই ঢাকাতে সব কিছুই আছে, কিন্তু হারার মানসিকতা নিয়ে থাকলে কিছুই নেই। নিজের সিদ্ধান্তে অটল থাকলে নাই নাই করেও পাওয়া যায়।
আহ ঢাকা!! আমার প্রেমের ঢাকা…
(ধন্যবাদ লেখিকাকে। স্বাগতম আপনাকে। আপনার প্রথম লেখাতেই আমার মনের ভেতরে থাকা কথাগুলো বের করে এনেছেন, ধন্যবাদ আবারো তাই আপনাকে।)
শাহানা আফরিন স্বর্ণা
একদম আমার মত একজন ঢাকা প্রেমিক পেয়ে কি যে আনন্দ পেলাম।
খুব মুগ্ধ হয়ে পড়ছিলাম আপনার প্রেমের গল্প।
আমার এই ছোট্ট লেখায় আপনার মনের কিছু কথাও বের হয়ে এসেছে বলে স্বার্থক মনে হচ্ছে।
তাও তো আপনি এই যাদুর শহরে আছেন 🙁
আমার এখনো ঠাই হয়নি ভাই।
তবুও যতদিন ছিলাম সেই দিনগুলোকে মনে লালন করে লিখছি (3
নীতেশ বড়ুয়া
মন থেকে ভালবাসলে অবশ্যই হবে একদিন 😀 শুভ কামনা এবং ঢাকায় ফিরে আসার জন্যে অগ্রীম শুভেচ্ছা আপু 😀
শাহানা আফরিন স্বর্ণা
আসব 😀
নীতেশ বড়ুয়া
(y)
স্বপ্ন
আপু,ঢাকা নিয়ে আপনার আবেগ পুর্ন এবং ভিন্ন ধরনের লেখাটি পড়লাম।আপনি ভালো লেখেন।
শাহানা আফরিন স্বর্ণা
চেষ্টা করেছি 🙂 ভাল লাগা মন্দ লাগা জানাবেন সবসময়। পড়ার জন্য ধন্যবাদ
ছারপোকা
ইট পাথরের শহর টা না ভাল লাগার কথা আপনি তার বীপরীত ।কিছু বলতে পারছি না দেখা যাক কোলাহলে কল্পপ্রেম নাকি কোন সবুজ ছায়াই ।অভিনন্দন আপনাকে ।লিখতে থাকুন নিয়মিত ।
শাহানা আফরিন স্বর্ণা
জী খুব বিপরীত কিন্তু সত্য ভাল লাগা 🙂
নিয়মিত পড়বেন। আর ভাল মন্দ জানাবেন। অনেক ধন্যবাদ 🙂
ছারপোকা
বীপরীতে এত ভালবাসা মানুষ অনুকূল পছন্দ করে আর আপনি প্রতিকূল ।
হুম নিয়মিত পড়বো অবশ্যই ।
শাহানা আফরিন স্বর্ণা
🙂 -{@
প্রজন্ম ৭১
খুব সুন্দর উপস্থাপনা -{@
শাহানা আফরিন স্বর্ণা
অনেক ধন্যবাদ প্রজন্ম 🙂
সবগুলো পড়লে খুশি হব আর ভাল মন্দ জানাবেন 🙂