একাকীর বনগোলাপ

ছাইরাছ হেলাল ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার, ০৯:৫৫:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

তাল তাল নীরব নিরবধি স্তব্ধতায়ও হওয়া-হওয়ি হয়,
প্রজাপতির ডানায় তোলে রং ঝড়,
সুঘ্রাণ ফুল ফোটে নিভৃত-গভীরের গোলাপ বনে,
বাতাস কাপে ভ্রমর গুঞ্জনে;
থমকে যায় আততায়ী সময়, পিছু হটে অবশ্যমান্য ভঙ্গীতে।

ক্রোশ ক্রোশ জগদ্দল ঠেলে বিনীত চোখহাসি স্পর্শে
সহিষ্ণু আলোয় হেমন্ত রাত্রির প্রথম প্রহরে অশৃঙ্খল আনন্দ তরঙ্গে,
আনন্দ পেরুলেও জেগেই থাকা, সূর্যি মামার দেশে ভোর আসবে,
কুয়াশার জাল ছিঁড়ে।

হওয়া হওয়ি হয় ই, জ্ঞাতের অজ্ঞাতে ও;
ও ও তাই বলে!!
তবে ‘তুই’ বলাটা রিস্কি হয় শীতকাতরতায়,
শার্শির জলতরঙ্গে বাজে সুর,
জানিতো!!!

৭০৫জন ৭০৫জন

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ