||একদিন||

শান ১১ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৮:৫৫:১১পূর্বাহ্ন বিবিধ ৪ মন্তব্য

একদিন ……
বিমূর্ততা গোগ্রাসে স্মৃতিকাতর করবে তোমায় !
আক্ষেপের ফেনীল জলরাশি অাছড়ে পড়বে
তোমার জরাগ্রস্থ অহঙ্কারী বুকে ,
চাওয়া না পাওয়ার অসম সমীকরণে – বন্ধকী স্বপ্নগুলো কাতরাবে ,
কাঁদবে তুমি নিমজ্জিত সূর্য্যের গোধুলী আলেয়ায় – হৃদয় বিস্তৃত অন্তীম শোকে ।

সেদিন …….
অপারগতা জানাবে – চিরচেনা ঘেমোচ্যাটচেটে এক উষ্ণ করতল ,
প্রেমিক অধরের ঘ্রাণটা হঠাৎ পরিবর্তিত –
উৎকট দূর্গন্ধযুক্ত নিকোটিনের বিষে !
মধ্যাকাশের বায়ুস্তর ছেদ করবে তোমার এক একটি দীর্ঘশ্বাস ,
এক বুনো মার্তণ্ড তার বেখেয়ালী পদচিহ্ন দিয়ে –
তোমার দাম্ভিক হৃদয়টাকে দেবে পিষে।।

৪২৭জন ৪২৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ