
আজ কেন যেন ঘুম এলোনা,
কারুর আসার কথা ছিল সে-ও এলোনা।
দুঃখ সুখের মুহূর্তরা না বলেই চলে যায়,
রেখে যায় রেশ,
চাঁদের পশরা না সাজলেও মেঘের আড়ালে রয়ে যায় জোছনার টিমটিমে আবেশ!
জেনে গেছে আমার আকাশ, কোথাও চুটিয়ে বৃষ্টি হচ্ছে বেশ!
কানেকানে সেকথা গুনগুনিয়ে বলেছে ঠান্ডা জলীয় বাষ্প!
অকারণে আজ ঘুম পালাল, রাত তার পুরনো অভ্যেসে পিছু ডাকল।
অন্য কোথাও হয়তো নবদম্পতি একে অপরের মান ভাঙাল।
প্রণয় শিখায় নতুন সলতে আলো ছড়ালো!
এভাবেই কেটে যায় বৈষম্যে ভরা জনপদের অজস্র অব্যাক্ত গল্প।
সব চুলোয় যাক, ব্লগ উঠা ভাতের মাড় উছলে পড়ুক,
আমার শুধু ঘুম দরকার খুব!
যার আসার কথা ছিল সে-ও কি হলো পথভুলো?
হয়ত সে বইয়ে মুখগুঁজে ঘুুমিয়ে পড়ল, স্বপ্নে হারালো, চোখ মেললে তাঁর রাজকুমারী আড়াল হলো!
অথচ তাঁদের প্রণয়ের সাক্ষী হবে চাঁদ, সেইমত কথা ছিল।
কত কথা হারায় কথার ভাঁজে, নেপথলিন যেমন গলে যায় প্রিয় কাপড়ের মাঝে।
এই সব, মেঘ, বৃষ্টি, ঝড়, আপন পর, সবার উপর সত্য বুকের ভেতর সুখের ঘর!
ভালো থাকুক প্রিয় আমার!
আমার শুধু একটুখানি ঘুম দরকার।
১১টি মন্তব্য
বন্যা লিপি
ঘুমহীন একটা ইচড়ে পাকা মন কত কিযে আঁকে ভুল পেসিলের দাগে!! আমারো ছিঁড়ে যাওয়া সুতোয় ঘুড়িটা আটকে আছে চৌরঙ্গীর উচ্চে! ফিসফিস শব্দে রাত্রিরা রাস উৎসবে মেতেছে…. আমাদের জোনাকিরা পথ ভুলে এ পাড়া ছেড়েছে আনমনে…….
খাদিজাতুল কুবরা
আপু আমার কবিতার চেয়ে ও আপনার মন্তব্য সুন্দর হয়েছে। অনেক ভালোবাসা আপু।
সঞ্জয় মালাকার
পড়ে মুগ্ধ হলাম,
ভালো থাকুক প্রিয় আমার!
আমার শুধু একটুখানি ঘুম দরকার।
ভালো থাকবেন শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
প্রতীক্ষায় ক্লান্ত চোখে ঘুম আসবে কি করে। নিদ্রা দেবী এলে, প্রিয় যদি এসে ফিরে যায় চলে। পথ ভোলা জোনাকি হয়তো আসিবে ফিরে। খুব সুন্দর লিখেছো। শুভ কামনা রইলো। ঈদ মুবারক।
খাদিজাতুল কুবরা
বাঃ
কি চমৎকার বলেছেন আপু।
অনেক ভালোবাসা রইল
রোকসানা খন্দকার রুকু
এতো অপেক্ষা আর গবেষণায় ঘুম না আসারই কথা। কম কম ভাবতে হবে, হালকা পাতলা মেডিটেশন করা যেতে পারে🌹
খাদিজাতুল কুবরা
ঐ যে ভুংভাং লেখার বাতিক! ভাবাভাবির সময় নেই, দু’জন আছে ব্যাতিব্যস্ত রাখার জন্য। কবিতা লিখলেই আমার মেডিটেশন হয়ে যায়।
ধন্যবাদ বন্ধু!
সৌবর্ণ বাঁধন
ঘুম না আসলে মস্তিষ্কের গভীরে অজস্র চিন্তার জন্ম হয়। তাদের না যায় এড়ানো, না যায় সামলানো। নির্ঘুম রাত্রির চিন্তার উপমাময় প্রকাশ চমৎকার হয়ঞ্ছে। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল
মোহাম্মদ দিদার
অথচ তাঁদের প্রণয়ের সাক্ষী হবে চাঁদ, সেইমত কথা ছিল।”
অনেক কথা দেওয়া ছিলো,
শুধু সে কথা রাখায় সময় ছিলো না।