ঢাকার মানুষ না কি আঁকাশ দেখে না এখন শুধু আঁকাশ না সাথে মক্ত বাতাসও পাবে সেটা হাতিরঝিল। অথচ কিছু দিন আগে এই হাতিরঝিল ছিল দূর গন্ধ যুক্ত একটি স্থান। আর এখন ফ্রেন্ড এর সাথে আড্ডা দেওয়ার একটা সুন্দর স্থান।
এইটার মূলে রয়েছে আমাদের সরকার। জনগন যদি বোঝে তাহলে আওয়ামী লীগকে আর ভোট চায়তে হবে না। মানুষ এমনে আওয়ামী লীগের প্রেমে পড়ে যাবে।
৭টি মন্তব্য
আদিব আদ্নান
প্রেম শুধু কাছে টানে না মাঝে মাঝে দূরেও ঠেলে দায় ।
নীলকন্ঠ জয়
দুঃস্বপ্নের ঘোরে আছে জনগণ। ঘুম ভাঙ্গলে লাভ তাদেরই। কিন্তু জাতি হিসেবে আমাদের নিজেদের অবস্থা খানি চিন্তা করলে ঘুম ভাঙ্গার স্বপ্ন দেখাও কষ্ট।
শুধু হাতিরঝিল নয় অনেক কিছুই পেয়েছে যা আগে কল্পনাও করতো না মানুষ।
লীলাবতী
স্থানটি এত সুন্দর হয়েছে যে ভাবাই যায়না এটি ঢাকা শহরে । আন্তরিক ধন্যবাদ আওয়ামী লীগ সরকারকে।
বনলতা সেন
বর্জ্য ব্যবস্থাপনা কাজ করছে না , সুন্দর আবার অসুন্দর হতে যাচ্ছে ।
রাহুল উজ্জ্বল
হ্
জিসান শা ইকরাম
পাল্টে যাচ্ছে ঢাকা
পাল্টে যাবে আরো ইনশ আল্লাহ
খসড়া
পুরাতন অথচ চিরনতুন।